নিজে ভয় থেকে বাঁচতে গেইলকে ভয় দেখাইঃ শফিউল

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
রুগ্ন শরীর। ভাঙা চোয়াল। লিকলিকে গড়ন। কিন্তু বল হাতে ঠিকই বেশ আক্রমণাত্মক। হ্যাঁ পাঠক। বলছি জাতীয় দলের পেসার শফিউল ইসলামের কথা। বল হাতে উইকেটে এলে সামনে দাঁড়ানো ব্যাটসম্যানকে থোরাই কেয়ার করেন এই তারকা।
কিন্তু প্রতিপক্ষের ব্যাটসম্যান যখন ক্রিস গেইল, স্বভাবতই অন্যান্য বোলারের মতই কিছুটা বিচলিত হওয়াটাই স্বাভাবিক। সেই কথাই অকপটেই স্বীকার করলেন জাতীয় দলের এই পেসার। সেই সঙ্গে জানালেন গেইল জুজু তাড়াতে অভনব পন্থার কথা।

শুক্রবার (১৬ মে) ক্রিকফ্রেঞ্জিকে ফেসবুক লাইভে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
শফিউল বলেন, 'আসলে ক্রিস গেইলের মতো ব্যাটসম্যানকে ভয় দেখালে নিজের কাছেই ভয় লাগে। এই না আমার উপর চড়াও হয়ে যায়। ... আসলে ওইরকম কিছু না। ভালো বল করার চেষ্টা করি। যেই আক্রমণাত্মক ভঙ্গিটা থাকা দরকার সেটা রাখি।'
একই সঙ্গে গেইলের মতো মারকুটে ব্যাটসম্যানদের বিপক্ষে বোলিং করাটা বেশ উপভোগ করেন বলেও জানান তিনি।
শফিউল এ প্রসঙ্গে বলেন, 'সত্যি কথা বলতে ক্রিস গেইল বা যার ওয়ানডের সব বোলারকেই মারে তাদের বল করাটা আমি বেশ উপভোগ করি। কারণ হচ্ছে আমি যদি ওদের বিপরীতে সফল হতে পারি তবে সেটা আমার ক্রেডিট। ওদের বিপরীতে বল করার সময় সবসময় আমি এটা ফিল করি।'