promotional_ad

ফুটবলের রাজাকে সম্মান জানাতেই হবে, তামিমকে রোহিত

ছবিঃ সংগৃহীত
promotional_ad

লিওনেল মেসি না ক্রিস্টিয়ানো রোনালদো, বর্তমান সময়ে ফুটবলের সেরা কে? এটা নিয়ে তর্কবিতর্ক চলছে প্রায় একযুগেরও বেশি সময় ধরে। কারও কাছে মেসিই শ্রেষ্ঠ তো আবার কেউ রোলান্ডোকে সেরা মানছেন। রোহিত শর্মা অবশ্য মনে করেন, রোনালদোই ফুটবলের রাজা। 


শুক্রবার তামিম ইকবালের সঙ্গে লাইভে এসে এ কথা জানিয়েছেন ভারতীয় এই ওপেনার। রোহিতের মতো বাংলাদেশের ওয়ানডে দলপতিও রোলানদোর ভক্ত। এমনকি বাংলাদেশের ড্রেসিং রুমেও বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদকে নিয়ে তর্ক বিতর্ক হয়।


রোনালদো এখন ক্যারিয়ারের যে পর্যায়ে দাঁড়িয়ে আছেন সে জন্য তাকে মাথা নিচু করে সম্মান জানাতে চান রোহিত। শুধু পর্তুগালের এই ফুটবলারকেই নন, ক্যারিয়ারের শুরুতে খারাপ সময়কে পেছনে ফেলে যারা রাজত্ব করতে শিখেছেন সবাইকে সম্মান করেন তিনি। 


রোহিত বলেন, 'রোনালদোকে কে ভালোবাসে না? সে তো ফুটবলের রাজা। সে ক্যারিয়ারে যা করেছে তা অসাধারণ। সেটার জন্য মাথা নিচু করে সম্মান জানাতেই হবে তাকে।' 



promotional_ad

'এটা সহজ না, সে যেখান থেকে উঠে এসেছে, ক্যারিয়ারের শুরুতে অনেক খারাপ সময় গেছে। যাদের এমন পরিস্থিতি ছিল এবং আজ যে উচ্চতায় পৌঁছেছে সবাইকেই আমি সম্মান জানাই।' আরও যোগ করেন এই ভারতীয়।


২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ছিল ইংল্যান্ড। সে সময় চলছিল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালও। কার্ডিফে অনুষ্ঠিত সেই ফাইনাল দেখতে গিয়েছিলেন তামিম। 


ইতালিয়ান ক্লাব জুভেন্টাসকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল রোনালদোর মাদ্রিদ। নিজ চোখে গ্যালারিতে বসে প্রিয় দলের শিরোপা জয়ের উল্লাস দেখেছিলেন বাংলাদেশ ওয়ানডে দলপতি। 


২০ এবং ৬৪ মিনিটে দুটি গোলও দিয়েছিলেন এই পর্তুগিজ ফুটবলার। দারুণ এই খেলা কাছ থেকে দেখার সুযোগ হওয়ায় নিজেকে ভাগবান দাবি করেছেন তামিম। এই ব্যাপারে তিনি বলেন, 'আমি অনেক ভাগ্যবান। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স লিগ চলছিল, সে সময় আমরা ইংল্যান্ডে ছিলাম চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। কার্ডিফে খেলা হচ্ছিলো, আমি গেছিলাম ম্যাচটা দেখতে।'



২০১৭ সালে চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচ দেখার জন্য কোচ চান্দিকা হাথুরুসিংহের কাছ থেকে একদিনের ছুটিও নিয়েছিলেন তামিম। ৫ জুন লন্ডনের কেনিংটন ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগের দিন উড়াল দিয়ে কার্ডিফে গিয়েছিলেন এই ওপেনার।


পরের দিন ম্যাচে নেমে অজিদের বিপক্ষে করেন ৯৫ রান। যদিও বৃষ্টির কারণে ১-১ পয়েন্ট ভাগাভাগি করে নিতে হয়েছিল দুই দলকে। চ্যাম্পিয়ন্স ট্রফির এই আসরেই প্রথমবারের মতো সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball