ডাবল সেঞ্চুরির রহস্য খোলাসা করলেন রোহিত

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন রোহিত শর্মা। পাঁচ বছর এই পজিশনে খেললেও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির এক সিদ্ধান্ত বদলে দেয় এই ব্যাটসম্যানের ক্যারিয়ার। ২০১৩ সালে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওপেনিংয়ের দায়িত্ব পান বর্তমান সময়ের অন্যতম সেরা এই ওপেনার।
এরপর আর পেছনে ফেরে তাকাতে হয়নি রোহিতকে। এখন পর্যন্ত ওয়ানডেতে ২৯টি সেঞ্চুরির মালিক এই ভারতীয়। যার ২৭টিই এসেছে ওপেনিং পজিশনে। ক্যারিয়ারের তিনটি ডাবল সেঞ্চুরিও ওপেনার হিসেবেই হাঁকিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান।
সর্বপ্রথম ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের কিংবন্দন্তী ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এরপর পুরুষদের ক্রিকেটে এই মাইলফলক স্পর্শ করেছেন আরও ৬ ব্যাটসম্যান। মোট ৮টি ডাবল সেঞ্চুরির মধ্যে সবচেয়ে বেশি ৩টিই রোহিতের।

এই ফরম্যাটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসটিও নিজের দখলে রেখেছেন এই ভারতীয়। ২০১৪ সালের ১৩ নভেম্বর শ্রীলংকার বিপক্ষে করেন ২৬৪ রান। শুক্রবার ডেভিড ওয়ার্নারের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ইস্টাগ্রামের লাইভে এসে ডাবল সেঞ্চুরির কৌশলের খোলাসা করেছেন রোহিত।
রোহিত বলেন, 'সেঞ্চুরি করার পর মনে হয়, নিজে কোন ভুল না করলে আমাকে কেউ আ???ট করতে পারবে না। কারণ যখন ১০০ করে ফেলবে তখন প্রতিপক্ষের বোলাররা এমনিতেও চাপের মধ্যে থাকবে।'
'ব্যাটসম্যান হিসেবে তুমি বল খুব ভালোভাবে দেখবে, কন্ডিশন সম্পর্কেও ধারণা চলে আসবে। এটাও জেনে যাবে কোন বোলার আজকে ফর্মে নেই। তখন রাস্তা খুজতে শুরু করবে কিভাবে ১০-১৫ করে রান নেয়া যায় প্রতি ওভারে।' আরও যোগ করেন এই ওপেনার।
সেঞ্চুরি পাওয়ার পর ছক্কার চেয়ে বাউন্ডারি হাঁকানোর প্রতি বেশি মনোযোগী থাকেন রোহিত। যে জন্য এতোবার সফল হয়েছেন তিনি। যদিও ৫ বার দেড়শোর ঘরে গিয়ে ফিরতে হয়েছে এই ব্যাটসম্যানকে।
রোহিত বলেন, 'আমি নিজের সঙ্গে সব সময়ই কথা বলি, এটাও বলি নিজেকে যে, নিজে ভুল না করলে আউট হবে না। তোমাকে এটা নিশ্চিত করতে হবে যে তুমি বাউন্ডারি জন্য খেলছো, ছক্কার জন্য নয়।'
'সে সময় ছক্কার কোন প্রয়োজন হয় না, রান এমনিতেই আসে। আমি বেশি শক্তিশালী হিটার না, তাই এটা আমার জন্যই ভালো যে বাউন্ডারির জন্য খেলা, ছক্কার জন্য নয়। এগুলোই হিসেব করি ক্রিজে থেকে, মাঝে মাঝে কাজে দেয়, মাঝে মাঝে দেয় না।' আরও যোগ করেন এই ভারতীয়।
রোহিত ছাড়াও আরও দুই ভারতীয় ব্যাটসম্যানের ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি আছে। শচীন টেন্ডুকার এবং বীরেন্দ্র শেহবাগ প্রথম প্রথম এবং দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন। এছাড়া নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল এবং পাকিস্তানের ফখর জামানরাও আছেন এই তালিকায়।