ধোনির উত্তরসূরি হতে গিয়ে এখন পানি টানছে!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ঋষভ পান্তের ব্যাপারে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে (বিসিসিআই) ধৈর্য ধরতে বলেছেন আশিস নেহরা। ২২ বছর বয়সী পান্ত গত বছর অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন। পারফর্ম করতে ব্যর্থ হওয়ায় সর্বশেষ দুই সিরিজের দলে ছিলেন না। পান্তের অফ ফর্মে সুযোগ লুফে নিয়েছেন লোকেশ রাহুল।
২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকেই লাইমলাইটে ছিলেন পান্ত। এর দুই বছরের মধ্যে সুযোগ করে নেন জাতীয় দলে। ১৩ টেস্টে দুটি সেঞ্চুরিও আছে তাঁর, খেলেছেন অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মাটিতেও। ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে অবশ্য আশানুরূপ পারফর্ম করতে পারেননি এই উইকেটরক্ষক।

মহেন্দ্র সিং ধোনির বদলি হিসেবেই পান্তকে প্রস্তুত করছিল ভারতীয় টিম ম্যানেজম্যান্ট। কিন্তু নেহরা মনে করেন বিকল্প দাঁড় করাতে সম্ভবত একটু বেশিই তাড়াহুড়ো করে ফেলেছে ভারত। তাই এখন পানি টানতে হচ্ছে এই তরুণকে। সম্প্রতি আরেক সাবেক ক্রিকেটার আকাশ চোপড়ার সঙ্গে কথা বলতে গিয়ে পান্তকে নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি।
সাবেক পেসার নেহরা আরও মনে করছেন, টিম ম্যানেজম্যান্টের ভুলের কারণেই পান্তের ক্যারিয়ারে এত বড় একটা ধাক্কা পড়েছে। এ কারণেই জাতীয় দলের পাঁচ বা ছয় নম্বর পজিশনে এখনও কেউ থিতু হতে পারেনি বলে মনে করেছেন নেহরা।
তিনি বলেন, ‘অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে, কিন্তু তাদের দীর্ঘ সময় সুযোগ দিতে হবে। আজ আমরা যখন পাঁচ কিংবা ছয় নম্বর পজিশন নিয়ে বলি, নিশ্চিত করে বলতে পারি না। লোকেশ রাহুল পাঁচ নম্বরে খেলছে। আর যাকে ধোনির উত্তরসূরী মনে করা হতো, সেই পান্ত পানি টানছে।’
পান্ত যে প্রত্যাশা পূরণ করতে পারেননি সেটি মানছেন নেহরা। কিন্তু বয়স কম হওয়ায়টাকে একদম ছুড়ে ফেলে দেয়া ঠিক হবে না বলে মনে করছেন তিনি। ভবিষ্যতের জন্য এই উইকেটরক্ষক নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করবেন বলে আশাবাদী নেহরা।
সাবেক এই পেসার আরও বলেন, ‘আমি জানি সে সুযোগ হাতছাড়া করেছে, এটা নিয়ে সন্দেহ নেই। তারপরও তাকে দলে রাখা উচিত। কারণ ২২-২৩ বছর বয়সেই তার মধ্যে আপনারা সামর্থ্য দেখেছেন।’