promotional_ad

লোকে আমাকে ভিনগ্রহের প্রাণী ভাবতো: রুমানা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ছেলেদের পাশাপাশি মেয়েদের হাত ধরেও এগিয়ে চলেছে বাংলাদেশের ক্রিকেট। ছেলেরা বেশ কয়েকবার এশিয়া কাপের ফাইনাল খেলেও যেখানে শিরোপা এনে দিতে পারেনি। সেখানে মেয়েরা প্রথমবারই বাজিমাৎ করেছে।


বাংলাদেশের প্রেক্ষাপটে নারী ক্রিকেটারদের উঠে আসার পথটা সহজ ছিলনা। ক্রিকেটার হতে তাদের নানা চরাই উৎরাই পাড়ি দিতে হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জাতীয় দলের অলরাউন্ডার রুমানা আহমেদ জানিয়েছেন, তাঁকে ক্রিকেট জার্সি পরা দেখলে মানুষ ভিনগ্রহের প্রাণী দেখার মতো অবাক হতো।


promotional_ad

এ প্রসঙ্গে রুমানা বলেন, 'আমাকে ক্রিকেট জার্সি পরতে দেখে তারা এমন ভাবে তাকাতো যে আমি ভিনগ্রহের প্রাণী হয়ে তাদের সামনে হাটছি। আমি ভাগ্যবান যে আমার ভাই এবং বাবা সবসময় আমাকে খেলতে উত্সাহিত করেছিলেন। কারণ তারা আমার খেলা দেখে আগ্রহ সম্বন্ধে ধারণা পেয়েছিলেন।'


রুমানা নিজেকে ভাগ্যবান মনে করছেন যে ছোটোবেলা থেকেই বাবা এবং ভাইয়ের অনুপ্রেরণা পেয়েছেন। সমাজের মানুষরা তখন জানতোই না মেয়েরাও ক্রিকেট খেলে। এই জিনিসটি বোঝাতেই তাঁকে অনেক সংগ্রাম করতে হয়েছে।


রুমানা বলেছেন, 'তরুণ প্রজন্ম (পুরুষ ও নারী উভয়ই) খেলাধুলায় খুব আগ্রহী এবং তারা নিয়মিত অনুশীলন করে। যদিও সমাজ এই জিনিসটা (মেয়েদের খেলাধুলা) মেনে নেয় না। তাদের বোঝানো অসম্ভব ছিল, তারা জানতোও না যে নারীরা ক্রিকেট খেলে।'


নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বেশ আগে থেকে খারাপ সময় পার করছিলেন রুমানা। দুইমাস ইনজুরিতে ছিলেন। এর ফলে ভারত এবং শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারেননি। ইনজুরি থেকে ফিরে এসে বিশ্বকাপেও ভালো করতে পারেননি। এবার নিজের হারানো ফর্ম ফিরে পাওয়ার জন্যই লড়ছেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball