যুবরাজের পিঠে ছুরি মেরেছিল ধোনি-কোহলি!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি ডেস্ক ||
যুবরাজ সিংয়ের সঙ্গে প্রতারণা করেছেন মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি, এমনটা দাবি করেছেন যুবরাজের পিতা যুগরাজ সিং। এক হিন্দি নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক অভিযোগ করেন তিনি।
মাস খানেক আগে এক সাক্ষাতকারে যুবরাজ সিং জানিয়েছিলেন, ধোনি বা কোহলির অধীনে গাঙ্গুলীর মতো সমর্থন পাননি তিনি। যদিও ধনির নেতৃত্বে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জিতেছিলেন এই ভারতীয়। দুটি বিশ্বকাপ জয়ে ভারতের মূল নায়ক ছিলেন এই অলরাউন্ডার।
জাতীয় দলের জার্সিতে মোট ৩০৪টি একদিনের ম্যাচ খেলেন যুবরাজ সিং। এরমধ্যে সবচেয়ে বেশি সৌরভ গাঙ্গুলী নেতৃত্বেই। মোট ১১০টি ম্যাচে তাঁর অধীনে খেলেছেন যুবরাজ। ধোনির নেতৃত্বে খেলেছেন ১০৪ ম্যাচে। সে তুলনায় কোহলির অধীনে তেমন সুযোগ পাননি এই ব্যাটসম্যান।

পিতা যুগরাজ সিংয়ের দাবি শুধু ধোনি-কোহলি নন, নির্বাচকরাও প্রতারণা করেছেন যুবরাজের সঙ্গে। পুত্র সম্মানের সঙ্গে মাঠ থেকে বিদায় না নিতে পারলেও, কোহলি-ধোনিরা পারবেন বলে আশাবাদী তিনি। এ কথা কোচ রবি শাস্ত্রীকে বলেছেন যুগরাজ সিং।
সাক্ষাতকারে তিনি বলেন, 'ধোনি ও বিরাট ছাড়াও নির্বাচকরাও প্রতারণা করেছিল যুবরাজের সঙ্গে। এক অনুষ্ঠানে রবি আমাকে ছবি তোলার জন্য বলছিলেন। আমি ওকে বললাম, সব বড় খেলোয়াড়দেরই সম্মানের সঙ্গে বিদায় নেওয়ার সুযোগ দেওয়া উচিত। ধোনি, কোহলি বা রোহিতদেরও তাই দেওয়া হবে বলে আশা করি। দেশের ক্রিকেটের জন্য ওদের অনেক অবদান আছে।'
'ওকে (যুবরাজ) পিঠে ছুরি মারা হয়েছিল। প্রতি মিটিংয়ে যুবরাজকে বাদ দেওয়ার দাবি তুলতেন সরণদীপ (প্রাক্তন ভারতীয় ক্রিকেট নির্বাচক)। ক্রিকেটের মৌলিক বিষয় না জানা লোকদের নির্বাচক বানিয়েছিল ভারতীয় বোর্ডI। যুবরাজ পারফর্ম করতে থাকলে কী হবে, সেই দুশ্চিন্তা বেশি ছিল ওদের। ওরা সবাই ওর পিঠে ছুরি মেরেছিল।' আরও যোগ করেন যুগরাজ সিং।
২০০০ থেকে ২০১৭ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে দেশের হয়ে খেলেছেন যুবরাজ। মরণব্যাধি ক্যান্সারকে হার মানিয়ে ফিরে এসে জাতীয় দলে জায়গাটা পুনরুদ্ধার করতে পারেননি এই ব্যাটসম্যান। ২০১৯ সালে ক্রিকেট থেকে অবসর নেন এই অলরাউন্ডার।