দৃষ্টিনন্দন ব্যাটসম্যানের তালিকায় সৌম্য, আলোচনায় ছিলেন লিটনও

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
সম্প্রতি জনপ্রিয় ক্রিকেট পোর্টাল ক্রিকইনফোর তিনজন সিনিয়র সম্পাদক মিলে বিশ্বের দৃষ্টিনন্দন ব্যাটসম্যানের তালিকা তৈরি করেছেন। এই তালিকায় বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে জায়গা পেয়েছেন সৌম্য সরকার। আলোচনায় ছিলেন লিটন দাসও।
সৌম্যের পাশাপাশি এই তালিকায় আছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন, ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও ব্যাটসম্যান রোহিত শর্মা, পাকিস্তানের ব্যাটসম্যান বাবর আজম এবং শ্রীলঙ্কার ব্যাটসম্যান কুশল মেন্ডিস।

সৌম্য প্রসঙ্গে ক্রিকইনফোর ভারপ্রাপ্ত সম্পাদক এলান গার্ডনার বলেন, ‘একজন ক্রিকেটার যার খেলা আমার অনেক বেশি দেখা হয়নি, কিন্তু যতটুকু দেখেছি তাতেই আমি বেশ মুগ্ধ হয়েছি, সে হল সৌম্য সরকার।’
লিটন প্রসঙ্গে ক্রিকইনফোর সিনিয়র সহকারী সম্পাদক কার্তিক কৃষ্ণস্বামী বলেন, ‘লিটন যে বিশ্বের সবচেয়ে দর্শনীয় ব্যাটসম্যানদের একজন সেটা নিয়ে কোনো সন্দেহ নেই।’
কৃষ্ণস্বামী ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লিটনের করা ৬৯ বলে ৯৪ রানের ইনিংসটির উদাহরণ টানেন।
এদিকে সৌম্য আর লিটন ছাড়া আলোচনায় ছিলেন বিভিন্ন দেশের নামিদামি ক্রিকেটাররা। ভারতীয়দের মধ্যে অধিনায়ক বিরাট কোহলি, রোহিত শর্মা ও লোকেশ রাহুল, অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল ও মারনাস ল্যাবুশেন, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও টম লাথাম, ইংল্যান্ডের জো রুট, মঈন আলী, জেমস ভিন্স ও জস বাটলার, দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম, ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন ব্রাভো ও শাই হোপ, শ্রীলঙ্কার কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা ও সাদিরা সামারাবিক্রমা ও পাকিস্তানের বাবর আজম আলোচনায় ছিলেন।
আলচনার শেষে ছয়জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয় সৌম্যের। এরা ছাড়াও ৯০ দশকের ক্রিকেটারদের মধ্যে অস্ট্রেলিয়ার মার্ক ওয়াহ ও ডেমিয়েন মার্টিন, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং গ্রেট ব্রায়ান লারা, ভারতের ভিভিএস লক্ষণের নাম আলোচনায় এসেছে।