promotional_ad

কম্বিনেশনই যখন মাহমুদউল্লাহর পরিসংখ্যান স্ফীতের অন্তরায়

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ দলের ছয় নম্বর পজিশনটি মাহমুদউল্লাহ রিয়াদের জন্য বরাদ্দ অনেকদিন ধরেই। কিন্তু এই পজিশনে ব্যাটিং পরিসংখ্যান খুব একটা আহামরি নয় তাঁর। বরঞ্চ চার কিংবা পাঁচ নম্বরে খেলতে পারলে আরো ভালো করতে পারতেন তিনি। 


বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার অন্তত দৃঢ় বিশ্বাস উপরে ব্যাটিং করতে পারলে পরিসংখ্যান আরো স্ফীত হতো মাহমুদউল্লাহর। নামের পাশে ৭-৮ হাজার রানও থাকতো তাঁর। সোমবার (৪ মে) তামিম ইকবালের সঙ্গে এক লাইভ আড্ডায় মাহমুদউল্লাহ প্রসঙ্গে এমনটা জানান মাশরাফি।  



promotional_ad

দলের প্রয়োজনের কথা ভাবতে গিয়ে ব্যক্তিগত অর্জন জলাঞ্জলি দেয়ার নজীর অনেকবার রেখেছেন মাহমুদউল্লাহ। কম্বিনেশনের কারণে দেরিতে ব্যাটিং করতে হয়েছে তাঁকে প্রতিবার। কিন্তু এরপরও ব্যর্থ হলে নানা সমালোচনার মুখে পড়তে হয়েছে এই অভিজ্ঞ ব্যাটসম্যানকে। সুতরাং সবকিছুর অন্তরায় যে দলের কম্বিনেশন তা বলাই বাহুল্য। 


মাহমুদউল্লাহ প্রসঙ্গে মাশরাফি তাই বলেন, 'আজকে ওর (মাহমুদউল্লাহ) নামের পাশে ৭-৮ হাজার রান থাকতে পারত। কিন্তু ওকে দলের জন্য খেলতে হয়েছে। খুব কঠিন কাজ করতে হয় ওকে। ওর কাজটা এমন, সব দিন সফল হবে না। সফল না হলে দর্শক, মিডিয়া, সব জায়গায় সমালোচনা শুনতে হয় ওকে। তার পরও করে যাচ্ছে। সে সিনিয়র ক্রিকেটার, তবু একদিনও এসে কিন্তু বলেনি যে চারে ব্যাট করতে চাই। বাংলাদেশ দলের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করে আসছে সে।'


নিচের দিকে একজন বিধ্বংসী ব্যাটসম্যানের অভাব অনেক দিন থেকেই বোধ করছে বাংলাদেশ। সেকারণে অনেকটা বাধ্য হয়েই মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞ ব্যাটসম্যানকে খেলাতে হচ্ছে ৬ নম্বরে। মাশরাফি নিজেই এই ব্যাপারটি তুলে ধরেছেন লাইভ আড্ডায়।



তিনি বলেন, 'রিয়াদ এমন একজন ব্যাটসম্যান, ও যদি চার-পাঁচ নম্বরে ব্যাট করার সুযোগ পেত, ওর পরিসংখ্যানও আরো ভালো হতো। দলের ভালোর জন্য ওকে আমাদের ছয়ে ব্যাট করাতে হচ্ছে। আমাদের নিচের দিকে এরকম ব্যাটসম্যান নাই যে বিধ্বংসী খেলতে পারে। দলের জন্য খেলতে গিয়ে ওর ক্যারিয়ারে অনেক রান হারিয়েছে। অনেক সময়ই রিয়াদ মন খারাপ করেছে। আমি বুঝিয়েছি, সে হাসিমুখে মেনে নিয়েছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball