promotional_ad

বিশ্বকাপ আয়োজনের আশা ছাড়ছে না অস্ট্রেলিয়া

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


করোনাভাইরাসের প্রকোপের কারণে সারা বিশ্বই থমকে গেছে। এর প্রভাব পড়েছে ক্রিকেটেও। চলতি বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। যদিও সব ঝামেলা এড়িয়ে বিশ্বকাপ আয়োজন করতে চায় অস্ট্রেলিয়া।


অস্ট্রেলিয়ার ক্রীড়ামন্ত্রী রিচার্ড কোলবেক কঠিন বাস্তবতার মেনেই জানিয়েছেন, বিশ্বকাপ মাঠে গড়াবে। তবে এক্ষেত্রে ফাঁকা মাঠে ম্যাচ আয়োজন করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।


promotional_ad

এক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে কোলবেক বলেন, ‘আমি আসছে গ্রীষ্মে অস্ট্রেলিয়া-ভারত টেস্ট সিরিজ দেখতে চাইবো এবং আমি অবশ্যই বিশ্বকাপ দেখার জন্য আশাবাদী হয়ে আছি। দলগুলো নিয়ে খুব একটা সমস্যা নেই। তবে দর্শকের ব্যাপারটা নিয়ে আমাদের বিবেচনা করতে হবে। সম্ভবত বিশ্ব ক্রিকেট এমন কিছু দেখতে পারে।’


করোনাভাইরাসের বিস্তারের কারণে অস্ট্রেলিয়ায় এখন ভ্রমণ নিষেধাজ্ঞা চলছে। এই নিষেধাজ্ঞা কবে শেষ হবে সেটা এখনও নিশ্চিত নয়। বিশ্বকাপের কাছাকাছি সময়ে ভারতের বিপক্ষেও সিরিজ খেলার কথা রয়েছে অজিদের।


ধারণা করা হচ্ছে শুধু ভারত সিরিজ বাতিল হলেই ৩০০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার ক্ষতি হতে পারে স্বাগতিকদের। তবে এখন খেলোয়াড়দের নিরাপত্তার কথাই বেশি ভাবছে অস্ট্রেলিয়া।


দেশটির ক্রীড়া মন্ত্রী বলেন, ‘আমরা পরিস্থিতির ব্যাপারে বুঝি। তবে আমি মনে করি ম্যাচে ও খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ। আমাদের যদি টুর্নামেন্ট এগিয়ে নিতে হয় তবে পূর্ণ কোয়ারেন্টিন ও নিরাপত্তার বিষয়টি অবশ্যই নিশ্চিত করতে হবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball