মাহমুদউল্লাহর ক্রিকেট বদলের কারিগর হাথুরুসিংহে

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
গত কয়েকবছরে ব্যাটিংয়ে অনেক পরিবর্তন এসেছে মাহমুদউল্লাহ রিয়াদের। বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক এখন উইকেটে এসেই বড় শট খেলতে পারেন। চার বছর আগেও, উইকেটে এসে প্রথমে থিতু হতে হতো তাঁকে। বাংলাদেশের সাবেক কোচ চন্দিকা হাথুরুসিংহের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সমস্যা কাটিয়ে তুলেছেন মাহমুদউল্লাহ।
হাথুরুসিংহের সঙ্গে মূলত মনস্তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে কাজ করেছেন মাহমুদউল্লাহ। এছাড়া স্কিল হিটিংয়ে কীভাবে নিজেকে আরও শাণিত করা যায়, সেটাও শুনে নিয়েছেন মাহমুদউল্লাহ।
সম্প্রতি তামিম ইকবালের সঙ্গে ইন্সটাগ্রাম লাইভে এসে বলেন, 'বছর চারেক আগে আমাদের একটা অনুশীলন ক্যাম্প হয়েছিল খুলনায়, চন্দিকা হাথুরুসিংহে কোচ থাকার সময়। ওই সময় হাথুরুসিংহের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে কিছু কাজ করেছিলাম মানসিকভাবে ও স্কিল হিটিং নিয়ে।

সেটা আমার খুব কাজে লেগেছে। আগে আমি উইকেটে গিয়ে সময় নিতাম কিছুটা হলেও। এখন আত্মবিশ্বাসী যে শুরু থেকেই গিয়ে কাজটা করতে পারি।"
বাংলাদেশের টি-টোয়েন্টি দলে সাধারণত মিডল অর্ডারে ব্যাটিং করতে নামেন মাহমুদউল্লাহ। গত কয়েকবছরে স্কিল হিটিংয়ের সুফল দেখেছেন তিনি।
২০১৮ সালে নিদাহাস ট্রফির অঘোষিত সেমিফাইনাল ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ১৮ বলে ৪৩* রান করে দলকে ফাইনালে তুলেছিলেন মাহমুদউল্লাহ। সেই ইনিংসটি ছিল মুগ্ধতা ছড়ানো।
এছাড়া হাফ সেঞ্চুরি না পেলেও নিয়মিতই আগ্রাসী ইনিংস খেলে থাকেন মাহমুদউল্লাহ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর স্ট্রাইক রেটও ১২০ ছাড়িয়েছে (১২২.৮১)।
মাহমুদউল্লাহ আরও বলেন, "এই পজিশনে খেলতে হলে এটা খুবই জরুরি। নিঃস্বার্থভাবে খেলতে হবে। অনেক সময় দলের প্???য়োজনে নিজের উইকেট দিয়ে আসতে হবে। ওই স্বাধীনতা নিয়ে খেলার মানসিকতা থাকতে হবে।"