‘চেষ্টা করি, রোজা যেন ক্রিকেটে প্রভাব না ফেলে’

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
মাহমুদউল্লাহ রিয়াদের ধর্মভীরু মনোভাব ক্রিকেট পাড়ায় সুপরিচিত। ক্রিকেটারদের সঙ্গে নিয়ে নিয়মিত জামাত বেধে নামাজ পড়া বা রমজান মাসে রোজা রেখে ক্রিকেট খেলার নজির হরহামেশাই গড়েছেন তিনি।
করোনার প্রকোপে ক্রিকেট বন্ধ। আনুষ্ঠানিকভাবে ক্রিকেটীয় সকল কার্যক্রমও বন্ধ। সাম্প্রতিক সময়ে প্রায় প্রতি রাতেই জাতীয় দলের কোনও ক্রিকেটারের সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে এসে আড্ডা দিয়ে থাকেন ওয়ানডে দলপতি তামিম ইকবাল।

রবিবার (৩ মে) রাতের অতিথি ছিলেন মাহমুদউল্লাহ। টি-টোয়েন্টি দলের অধিনায়ককে পেয়ে নানান স্মৃতি রোমন্থন করেন তামিম। উঠে আসে মাহমুদউল্লাহর ধর্মভীরু আচরণের কথাও।
কথা প্রসঙ্গে মাহমুদউল্লাহও জানালেন, পেশাদারিত্ব ও ধর্ম- দুটোই বেশ যত্নের সঙ্গে পালন করতে পছন্দ করেন তিনি। সবসময়ই খেয়াল রাখেন একটির ওপর আরেকটির প্রভাব যেন কোনওভাবেই না পড়ে।
তামিমের এক প্রশ্নের জবাবে মাহমুদউল্লাহ বলেন, "চ্যাম্পিয়ন্স ট্রফির একটি অনুশীলন ম্যাচে আমি রোজা ছিলাম। তো আমার তো মাইগ্রেনের ব্যাথা আছে। তখন প্রচণ্ড ব্যাথা হচ্ছিল। ওইদিনের রোজা ভেঙে ফেলতে হয়েছে। চেষ্টা করি আসলে।
আমার মনে হয়, দুটোরই সামঞ্জস্য থাকতে হবে। এটা যেহেতু আমার পেশা, এটার সাথেও আমার সৎ থাকতে হবে এবং শতভাগ প্রচেষ্টা থাকতে হবে। মানসিক ও শারীরিকভাবে সেভাবে মানিয়েও নিতে হবে।"