সাকিব-মুশফিকের দেখানো পথে মোসাদ্দেক-নাঈম

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে মানবতার হাত বাড়িয়ে দিচ্ছেন ক্রিকেটাররা। নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসার পাশাপাশি স্মারক নিলামে তুলছেন। একে একে সেই খাতায় নাম লেখাচ্ছেন জাতীয় দলের সিনিয়র থেকে শুরু করে জুনিয়র খেলোয়াড়রা।
সিনিয়ররা যখন তাদের ঐতিহাসিক স্মারক নিলামে তুলছেন তখন পিছিয়ে থাকেননি জাতীয় দলের অপেক্ষাকৃত দুই জুনিয়র ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত এবং নাঈম শেখ। দুইজনই তাদের দুইটি ব্যাট তুলতে যাচ্ছেন নিলামে।

মোসাদ্দেক হোসেন সৈকত নিলামে তুলছেন আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে অপরাজিত ৫০ রান করা ব্যাটটি। সেই ম্যাচে তিনি অপরাজিত অর্ধশতকের ইনিংস খেলে অবদান রেখেছিলেন দলকে প্রথম শিরোপার স্বাদ দিতে। অপরদিকে নাঈম শেখ নিলামে উঠাতে যাচ্ছেন সেই ব্যাটটি, যেটি দিয়ে ভারতের বিপক্ষে নাগপুরে ৮১ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এটিই এখন পর্যন্ত তাঁর ক্যারিয়ারের সেরা ইনিংস।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেন এই দুই ক্রিকেটার।
মোসাদ্দেক লিখেন, 'এ ব্যাটে একটা ইতিহাস লেখা আছে। আমি এ ব্যাটে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অপরাজিত ফিফটিতে দেশকে প্রথম শিরোপার জিততে অবদান রেখেছিলাম। এ ব্যাটের গল্পটা এখনই শেষ নয়। এ ব্যাট নিয়ে আমি লড়াই করতে চাই করোনার বিরুদ্ধে। তাই সিদ্ধান্ত নিয়েছি ব্যাটটা নিলামের। এ ব্যাট বিক্রীর পুরো টাকা ব্যয় হবে করোনা আক্রান্তদের জন্য।'
আর নাঈম শেখ ফেসবুকে স্ট্যাটাসে জানান, 'আমার সংক্ষিপ্ত ক্যারিয়ারে এখনো পর্যন্ত সেরা অর্জন ভারতের বিপক্ষে নাগপুরে ৮১ রানের ইনিংস। যেটি এসেছে এই ব্যাট থেকে। করোনায় আক্রান্তদের সেবায় এবার এই ব্যাটটি আমি তুলছি নিলামে । এখান থেকে পাওয়া পুরো অর্থই ব্যয় হবে চলমান মহামারীতে ক্ষতিগ্রস্তদের জন্য। তাই সবার কাছে আবেদন বেশি বিড করে বেশি দামে ব্যাটটা কেনার জন্য। মানুষ মানুষের জন্য।'
এর আগে জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান তাঁর বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করা ব্যাটটি নিলামে উঠিয়েছিলেন। ২০ লক্ষ টাকায় তাঁর সেই ব্যাটটি যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি এক প্রবাসী কিনে নেন।