সাকিবকে যেকোনো অধিনায়ক দলে চাইবেঃ তামিম

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে দুই বছরের নিষেধাজ্ঞা ভোগ করছেন সাকিব আল হাসান। এর মধ্যে এক বছরের নিষেধাজ্ঞা স্থগিত রয়েছে। ইতোমধ্যে তাঁর নিষেধাজ্ঞার ৬ মাস পেরিয়ে গেছে। সবকিছু ঠিক থাকলে আর ছয় মাস পরই মাঠে ফিরতে পারবেন এই অলরাউন্ডার।
নিষেধাজ্ঞা শেষে সাকিব সরাসরি জাতীয় দলে ফিরবেন বলে আশাবাদী বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। অধিনায়ক হিসেবে তিনি সাকিবকে দলে চাইবেন বলে জানিয়েছেন তামিম। সম্প্রতি একটি ইংরেজি দৈনিকের ফেসবুক লাইভে একথা বলেছেন তামিম।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'সাকিবের মতো ক্যালিবারের খেলোয়াড় যে কেউ চাইবে। যে কোনো অধিনায়ক তাঁকে দলে চাইবে। এখনো অনেক সময় বাকি আছে। অক্টোবর এখনও দূরে আছে। আমরা আশা করি খেলাও দ্রুত শুরু হবে।'
সাকিব এমন মাপের একজন খেলোয়াড় যাকে যেকোনো অধিনায়ক দলে চাইবে। এমনটাই বিশ্বাস তামিমের। সাকিবকে বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার হিসেবেও মর্যাদা দিতে পিছ পা হচ্ছেন না এই বাঁহাতি ওপেনার।
তামিম বলেছেন, 'সাকিবের ব্যানটি যখন শেষ হয়ে আসবে আমি নিশ্চিত তখন এমন কোন?? অধিনায়ক থাকবে না যে বলবে তাঁকে আমার দরকার নেই। সে বাংলাদেশের সেরা ক্রিকেটার এবং পারফর্মার আমার কাছে মনে হয়। কাউকে অসম্মান করে বলছি না। তবে আমার চোখে সাকিব বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার।'