উমর আকমলকে নির্বোধ ডাকলেন রমিজ রাজা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
প্রতিভাবান হওয়া সত্ত্বেও তা কাজে লাগাননি উমর আকমল। ক্যারিয়ার জুড়ে বিতর্ক যেন পিছু ছাড়েনি ডানহাতি এই ব্যাটসম্যানের। সোমবার দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গের দায়ে পেয়েছেন তিন বছরের নিষেধাজ্ঞা।
গত ২০ মার্চ আকমলের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী দুটি ধারা ভঙ্গের অভিযোগ আনে পিসিবি। অভিযোগ ছিল পিএসএল চলাকালীন স্পট ফিক্সিংয়ের খবর বোর্ডকে জানাননি উমর।

উমরের নিষেধাজ্ঞার খবর জানার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জনিয়েছেন সাবেক ক্রিকেটার রমিজ রাজা। ১৬ টেস্ট, ১২১ ওয়ানডে ও ৮৪ টি-টোয়েন্টি খেলা উমরের কঠোর সমালোচনা করেন তিনি।
আইন করে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত ক্রিকেটারদের জেলে পাঠানোরও তাগিদ জানান রমিজ। তিনি বলেন, 'উমর আকমল আনুষ্ঠানিকভাবে নির্বোধের তালিকায় জায়গা করে নিল! তিন বছর নিষিদ্ধ হয়েছে সে। প্রতিভার কী নিদারুণ অপচয়! ম্যাচ ফিক্সিংয়ের বিরুদ্ধে পাকিস্তানে আইন পাসের সেরা সময় এখন।'
২৯ বছর বয়সী উমরকে চলতি বছরের ফেব্রুয়ারিতে সাময়িকভাবে নির্বাসিত করা হয়। যদিও বোর্ডের আনা অভিযোগের বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাওয়ার সুযোগ ছিল তাঁর। কিন্তু তিনি তা না করার সিদ্ধান্ত নেন।
উমর দেশের হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন ২০১৯ সালে?? ৭ অক্টোবর, শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় সাড়ে পাঁচ হাজারের বেশি রান আছে তার।