promotional_ad

শ্রীলঙ্কায় আটকা পড়েছেন পাকিস্তানের ১২ ক্রিকেটার

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


মরণব্যাধি করোনাভাইরাসের কারণে পুরো বিশ্ব স্থবির হয়ে আছে। ভাইরাস যেন ছড়িয়ে না পড়ে সে জন্য চলছে লকডাউন। এই লকডাউনে শ্রীলঙ্কায় আটকা পড়েছেন পাকিস্তানের ১৫ খেলোয়াড়। যাদের মধ্যে আছেন ১২ জন প্রথম শ্রেণির ক্রিকেটার।


মূলত দেশের বাইরে গিয়ে খেলাধুলার মাধ্যমে কিছু আয় করার লক্ষ্যেই গত ডিসেম্বরে শ্রীলঙ্কায় গিয়েছিলেন তারা। কিন্তু হুট করে লকডাউন ঘোষণা করায় বিপদে পরেছেন এই ১৫জন। 



promotional_ad

যুক্তরাজ্যে পাকাপোক্তভাবে ক্রিকেট খেলার ব্যবস্থা করতেই শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে নাম লিখিয়েছিলেন এই ১২জন। কারণ প্রথম শ্রেণির দলের সংখ্যা কমিয়ে ছয়ে নামিয়ে এনেছে পাকিস্তান।


যে কারণে অনেকেই সুযোগ হারিয়েছে ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে খেলার। তাই যুক্তরাজ্যে খেলোয়াড়ি ভিসা পাওয়ার জন্য আগে শ্রীলঙ্কায় বিদেশি খেলোয়াড় হিসেবে খেলার অভিজ্ঞতা অর্জন করতে গিয়েছিলেন এই ১২জন। 


১২ এই ক্রিকেটারের মধ্যে একজন আজহার আত্তারি। ২৯ বছর বয়সী ডানহাতি মিডিয়াম পেসার পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ। প্রথম শ্রেণির ক্রিকেটে ৭৬ ম্যাচে নিয়েছেন ২৪৫ উইকেট। 



আটকা পড়া ক্রিকেটারদের মধ্যে আরেকজন হলেন ২৪ বছর বয়সী পেসার আবিদ হাসান। তিনি বলেন,'স্থানীয় ক্লাবের পক্ষ থেকে থাকার ব্যবস্থা করে দেয়া হয়েছে। তবে বাকি সব খরচ বহন করতে হচ্ছে নিজেদের। লকডাউনের কারণে কোন আয় না থাকা।'


'নিজেদের সব খরচ নিজেরাই চালাতে গিয়ে হাতও খালি হয়ে গেছে বলে জানিয়েছেন আবিদ। তাই তিনি হাই কমিশনের কাছে অনুরোধ করছেন একটি চাটার্ড ফ্লাইটের মাধ্যমে আটকা পড়া খেলোয়াড়দের দেশে ফিরিয়ে নিতে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball