করোনায় ক্ষতিগ্রস্ত বোর্ডগুলোর পাশে বিসিসিআই

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনার প্রভাবে বন্ধ রয়েছে বিশ্বের সকল প্রকার ক্রিকেট খেলা। পাশাপাশি খেলা না থাকায় আয়ের উৎসও বন্ধ হয়ে গিয়েছে তাদের। ফলে বেশ কিছু বোর্ডকে চোখ রাঙ্গাচ্ছে আর্থিক বিপর্যয়। বড় বড় বোর্ডগুলো কোনোভাবে বেঁচে গেলেও দেউলিয়া হয়ে যাবার সম্ভাবনা রয়েছে অপেক্ষাকৃত দুর্বল বোর্ডগুলোর।
এমন পরিস্থিতিতে আর্থিকভাবে দুর্বল বোর্ডগুলোর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে এগিয়ে আসছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট (বিসিসিআই)। আয় উপার্জনে পিছিয়ে থাকা বোর্ডগুলোর ক্ষতি পোষাতে তাই বেশি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বিশ্বের অন্যতম ধনাঢ্য এই বোর্ডটি।

প্রতিটি ম্যাচ থেকে লক্ষ লক্ষ টাকা আয় করে ক্রিকেট বোর্ডগুলো। ভারত তাদের মাটিতে আয়োজিত একটি ম্যাচ থেকেই প্রায় ৬০ লক্ষ রূপি উপার্জন করতে সক্ষম। এক্ষেত্রে দ্বিপাক্ষিক সিরিজের দেশগুলোকেও সেই আয়ের একটি অংশ দেয়ার প্রস্তাব রেখেছে বিসিসিআই।
বিসিসিআইয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘আমরা জানি, অল্প সময়ে কোনো দেশে সফর করতে পারবে না ভারত। এক্ষেত্রে নির্ধারিত সিরিজগুলোতে অতিরিক্ত কিছু ম্যাচ যোগ করা যেতে পারে। বিসিসিআই এটা নিয়ে ভাবছে। এর মাধ্যমে অন্যান্য বোর্ডগুলোর বর্তমান ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে কিছুটা হলেও সাহায্য হবে। অতিরিক্ত ম্যাচের থেকে প্রাপ্ত অর্থের একটা অংশ দেয়া হবে সফরকারী দলকে।’
গত দেড় মাস ধরে ২২ গজে গড়ায়নি একটি বলও। ফলে ইতোমধ্যেই যে বিশাল আর্থিক ক্ষতি হয়ে গেছে তা বুঝতে রকেট সায়েন্স পড়ার দরকার বোধহয় হবে না। এবং পরিস্থিতি অতিসত্বর স্বাভাবিক না হলে ভবিষ্যতে এই ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধি পেতে থাকবে বলে ধারণা বিশেষজ্ঞদের। কারণ কবে নাগাত মাঠে ক্রিকেট ফিরবে সে ব্যাপারে কোনো ধারণা নেই কারোরই।