আমার চেহারা দেখলেই পন্টিং আউট হয়ে যেতঃ হরভজন

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিংকে ১৩ বার আউট করেন হরভজন সিং। ভারতের এই স্পিনার সম্প্রতি মজার ছলে বলেছেন তার চেহারা দেখলেই নাকি আউট হয়ে যেত পন্টিং।
মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক ও ভারতের সীমিত ওভারের ক্রিকেট দলের সহ অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে সম্প্রতি ভিডিও আড্ডায় মেতে ওঠেন হরভজন। সেখানেই এমন মন্তব্য করেন তিনি।

হরভজন বলেন, 'আমার মনে হয় পন্টিং আমার চেহারা দেখলেই আউট হয়ে যেত। আমার তাকে বলও করতে হতো না। সে যখন মুম্বাই ইন্ডিয়ান্সে খেলতে এলো, আমি ভেবেছি সেবার হয়তো সে আমাকে ভালোমতো খেলবে। কিন্তু নেটেও আমি তাঁকে ৫-৬ বার আউট করেছি!'
২০১৩ সালের সেই আইপিএল নিয়ে হরভজনের করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে রোহিত জবাব দেন, 'আমার মনে হয় আসর শুরুর আগেই তুমি তার আত্মবিশ্বাস কমিয়ে দিয়েছিলে ভাজ্জি, আমি বুঝতে পেরেছি কেন সে ওই আইপিএলে রান করতে পারেনি!'
ক্যারিয়ারে ১৬৮ টেস্ট খেলা পন্টিং ৪১টি সেঞ্চুরি ও ৬২টি হাফ সেঞ্চুরিসহ করেন ১৩ হাজার ৩৭৮ রান। টেস্ট তাঁর ব্যাটিং গড় ছিল ৫১.৮৫।
বিস্ময়করভাবে ভারতের বিপক্ষে তাঁর টেস্ট ব্যাটিং গড় ছিল ২৬.৪৮! ভারতের বিপক্ষে ২৫ ইনিংসে একটি সেঞ্চুরিসহ তিনি করেন ৬৬২ রান। এরমধ্যে হরভজনকে ১৪ টেস্টে মোকাবেলা করেন পন্টিং। আউট হন দশবার!