মাশরাফির অবিশ্বাস্য ক্যাচটির নেপথ্যে যিনি

ছবি: ফাইল ফটো

|| ডেস্ক রিপোর্ট ||
২০১৮ সালের এশিয়া কাপে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। সেই ম্যাচে মিড উইকেট অঞ্চলে ফিল্ডিং করে শোয়েব মালিকের অসাধারণ একটি ক্যাচ লুফে নিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। এই ক্যাচের কারণে ম্যাচটি সহজেই জিতে বাংলাদেশ। জানা গেল, মাশরাফির লুফে নেয়া এই ক্যাচের পেছনে অবদান আছে বাংলাদেশ দলের কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরনের।
মিড উইকেট অঞ্চলে মালিক বল উড়িয়ে মারেন, এমনটা জানা ছিল শ্রীনিবাসের। কেননা অভিজ্ঞ ক্রিকেটার মালিকের সঙ্গে বিভিন্ন মঞ্চে এর আগেও কাজ করেছিলেন শ্রীনিবাস।

ডেইলি সানকে দেয়া সাক্ষাৎকারে শ্রীনিবাস বলেন, 'মাশরাফি মালিকের যে ক্যাচটি ধরে সেটা অসাধারণ। পুরো কৃতিত্ব তাঁকেই দিতে হয়। সেই প্রেক্ষাপটে শোয়েব মালিকের ক্যাঁচটি ছিল বেশ মজার কেননা পিএসএলে মুলতান সুলতান্সে মালিকের সঙ্গে আমি আগে কাজ করেছি।
বিপিএলে যখন আমি কাজ শুরু করি তখনও সে আমার দলে ছিল। সুতরাং আমি জানতাম যে শোয়েব ওই জায়গায় শুন্যে বল তুলে দেয়। ওই ম্যাচের পানীয় বিরতিতে আমি মাশরাফিকে বলি মিড উইকেটে ফিল্ডার বসাতে, তখন রুবেল বোলিং করছিল।'
সেই ম্যাচে আগে ব্যাটিং করে বাংলাদেশ করেছিল ২৩৯ রান। জবাবে ব্যাটিংয়ে নেমে ১৮ রানের মধ্যেই তিন উইকেট হারায় পাকিস্তান। তারপর ওপেনার ইমাম উল হকের সঙ্গে বড় জুটি গড়ার চেষ্টায় থাকেন মালিক। শেষ পর্যন্ত রুবেল হোসেনের শিকার হয়ে তিনি ফিরেন ৩০ রানে। ইমামের ব্যাটে আসে ৮৩ রান। বাংলাদেশ ম্যাচটি জিতে যায় ৩৭ রানে।
শ্রীনিবাস আরও বলেন, 'মাশরাফি নিজেই সেখানে ফিল্ডিংয়ে যায়। ২-৩ বল পর সে দারুণ একটি ক্যাচ লুফে নেয়, আর সেটাই আমাদের ম্যাচ জেতায়। এই ক্যাচের কারণেই আমরা এশিয়া কাপের ফাইনালে চলে যাই।'
ক্যাচটি লুফে নেয়া মাশরাফি ম্যাচ শেষে বলেছিলেন, 'শোয়েব মালিকের ক্যাচটা যে শেষ পর্যন্ত ছাড়িনি, এতে আমি ভাগ্যবান ছিলাম। শোয়েব যে রকম ফর্মে ছিল এবার। শুধু আমি নই, সব মিলিয়ে আমাদের ফিল্ডিংটা ভালো হয়েছে।'