promotional_ad

শুন্য মাঠে খেলতে আপত্তি নেই ডমিঙ্গোর

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দর্শকশুন্য স্টেডিয়ামে খেলা চালিয়ে যেতে আপত্তি নেই রাসেল ডমিঙ্গোর। সম্প্রতি প্রথম আলোকে দেয়া সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন বাংলাদেশের এই প্রধান কোচ।


করোনাভাইরাসের প্রকোপের কারণে লম্বা সময় ধরে সব ধরনের খেলাধুলা বন্ধ আছে। মাঠে কবে ক্রিকেট ফিরবে সেটারও নেই কোনও নিশ্চয়তা।


এমন অবস্থায় প্রশ্ন উঠেছে দর্শকশুন্য স্টেডিয়ামে খেলা চালিয়ে যাওয়া নিয়ে। খেলাধুলার প্রাণ বলা হয়ে থাকে দর্শককে! পরিস্থিতি এতোটাই খারাপ যে দর্শক ছাড়াই ম্যাচ চালানোর কথা ভাবছে সংশ্লিষ্টরা। আর এতে আপত্তি নেই ডমিঙ্গোর।



promotional_ad

তিনি বলেন, 'শূন্য মাঠে খেলা? আমার কোনো সমস্যা নেই। মূল কথা হচ্ছে ক্রিকেটারদের খেলে যাওয়া। খেলতে থাকলেই উন্নতি হবে। ফিটনেস উন্নতি হবে।


কিছু কিছু ক্রিকেটীয় কর্মকাণ্ড ধীরে ধীরে শুরু করতে পারলে ভালো হয়। সেটা ১০ জন মানুষের সামনে হোক আর ১ লাখ মানুষের সামনে হোক, খুব একটা পার্থক্য নেই।’


করোনা আক্রমণের শুরুর ভাগে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দর্শকবিহীন এক ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। সেই ম্যাচ নিয়ে কিছুদিন আগেই মন্তব্য করেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ডমিঙ্গোর মতো ফিঞ্চও বলেছিলেন, শুন্য মাঠে খেলাটা ক্রিকেটারদের জন্য খুব বেশি পার্থক্য তৈরি করবে না।


ফিঞ্চ বলেন, 'আমরা যতদিনে ক্রিকেট খেলার সুযোগ পাব ততদিনে লোকের সামনে খেলতে পারব কিনা জানা নেই, আমরা মনে হয় না তেমনটা হবে। তবে সেটা প্লেয়ারদের উপর খুব একটা প্রভাব ফেলবে না।



আমরা নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি ওডিআই খেলেছি বন্ধ স্টেডিয়ামে। প্রথম পাঁচ-ছয় ওভার খুব অদ্ভুত লাগে কিন্তু তার পর প্লেয়ারদের জন্য তা বিশেষ পার্থক্য তৈরি করে না।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball