হারানো মেডেল খুঁজে পেলেন আর্চার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের স্মারক উপহার সবসময়ই একজন ক্রিকেটারের জন্য মহিমান্বিত। সেটা যদি হয় বিশ্বকাপ ফাইনাল ম্যাচের মেডেল তাহলে সেটা অমূল্যই ধরা হয়। সেটাই কিনা হারিয়ে ফেলেছিলেন জফরা আর্চার? ক্যারিবিয়ান বংশোদ্ভূত এই পেসার খুঁজে পেয়েছেন হারানো সেই মেডেল।
যদিও হন্যে হয়ে খোঁজার পর সেই মেডেলের খোঁজ পেয়েছেন আর্চার। রবিবার (২৬ এপ্রিল) এক টুইট বার্তায় আর্চার জানিয়েছেন, তাঁর নতুন বাড়ির অতিথিদের ঘরে খুঁজে পেয়েছেন সেই ঐতিহাসিক মেডেল।

এর আগে হন্যে হয়ে খুঁজে আর্চার জানিয়েছিলেন তাঁর বিশ্বাস পুরাতন বাসাতেই রয়ে গেছে মেডেলটি। আর সেই কারণে এরই মধ্যে আঁতিপাঁতি করে খুঁজেছেন সেটি। কিন্তু প্রতিবারই হতাশায় পর্যবসিত হতে হয়েছে তাঁকে।
বিবিসি রেডিও ফাইভের একটি লাইভ অনুষ্ঠানে আর্চার বলেছিলেন, ‘আমি ফ্ল্যাট বদলেছি, নতুন দেয়ালে ছবিটা ঠিকই আছে কিন্তু মেডেলটা পাইনি। গত গত এক সপ্তাহে আমি বাড়ি পুরোটা উল্টেপাল্টে দেখেছি। তারপরও সেটা পাইনি। আমি জানি এটা বাড়িতেই কোথাও থাকার কথা। আমি সব কিছুই দেখছি। কিন্তু পাচ্ছি না। এটা খুঁজতে খুঁজতে আমার পাগল হওয়ার অবস্থা।'
পুরাতন বাসার দেয়ালে এক ভক্তের হাতে আঁকা ছবির উপরে মেডেলটি ঝুলিয়ে রেখেছিলেন আর্চার। বাসা বদলানোর পর সেখান থেকেই হারিয়ে গিয়েছিল আর্চারের মেডেল।
বিশ্বকাপ জয়ী দলের প্রত্যেক খেলোয়াড়কে একটি করে মেডেল প্রদান করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। গত ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতে ইংল্যান্ড। এরপর আর্চারদের নিয়ম অনুযায়ী একটি স্মারক মেডেল দেয় আইসিসি। সেটিই হারিয়ে ফেলেছেন আর্চার।