promotional_ad

কোহলিকে নিয়ে ব্রেট লির ভবিষ্যদ্বাণী

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে সেঞ্চুরির মালিক শচিন টেল্ডুলকার। তিন ফরম্যাট মিলিয়ে ১০০টি সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতের এই কিংবদন্তী ব্যাটসম্যান। তবে অস্ট্রেলিয়ার সাবেক পেসার ব্রেট লি বিশ্বাস করেন, বিরাট কোহলি শচীনের এই রেকর্ড ভেঙ্গে ফেলবেন।


তিন ফরম্যাট মিলিয়ে ৭০টি সেঞ্চুরি হাঁকিয়েছেন কোহলি। টেন্ডুলকারকে ছুঁতে আরও ৩০টি সেঞ্চুরি হাঁকাতে হবে ৩১ বছর বয়সী এই ক্রিকেটারকে। লি মনে করেন, কোহলি যে গতিতে এগিয়ে যাচ্ছেন তাতে অনায়েসে রেকর্ডটি নিজের করে নিবেন তিনি।



promotional_ad

৭১টি আন্তর্জাতিক সেঞ্চুরি নিয়ে দ্বিতীয়তে আছেন রিকি পন্টিং। তিন থাকা কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে আরও ৭-৮ বছর খেলবেন বলে ধারণা সাবেক এই অজি পেসারের।


লি বলেন, 'আমরা যে পরিসংখ্যানের কথা বলছি কোহলি যদি ৭-৮ বছর ক্রিকেট খেলে তাহলে অনায়েসে ভেঙ্গে ফেলবে। কারণে যে গতিতে এগোচ্ছে তা সহজেই সম্ভব।'


'কোহলি অনেক প্রতিভাবান। এটা দিয়েই সে সহজে করে ফেলবে। মানসিকভাবে সে অনেক শক্ত। আমি বিশ্বাস করি তাঁর মধ্যে শচিনকে ছাড়িয়ে যাওয়ার ক্ষমতা আছে।' আরও যোগ করেন তিনি।



টেস্ট এবং ওয়ানডে মিলে ৭০টি সেঞ্চুরি হাঁকানো কোহলির টি-টোয়েন্টি ফরম্যাটে কোনো সেঞ্চুরি নেই। ২৪টি হাফ সেঞ্চুরির মালিকের এই ফরম্যাটে সর্বোচ্চ ব্যক্তিগত রান ৯৬। টেস্টে হাঁকিয়েছেন ২৭টি সেচুরি আর ওয়ানডেতে ৪৩টি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball