ভিলিয়ার্সের বিদায়ে খুশি হ্যাজেলউড

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্ব ক্রিকেটে আক্রমণাত্মক ব্যাটিংয়ের নতুন দিগন্ত রচনা করেছেন এবি ডি ভিলিয়ার্স। উইকেটের চতুর্দিকে শট খেলে যেকোনো বোলারের আত্মবিশ্বাস নড়বড়ে করে দিতে পারদর্শী তিনি। ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তিনি।
সম্প্রতি অস্ট্রেলিয়ার পেসার জস হ্যাজেলউড জানিয়েছেন, তাঁর মুখোমুখি হওয়া সবচেয়ে কঠিন ব্যাটসম্যান ভিলিয়ার্স। তাই এই প্রোটিয়া ব্যাটসম্যানের বিদায়ে বেশ খুশিই হয়েছেন হ্যাজেলউড।

এ প্রসঙ্গে ইনস্টাগ্রামে এক আড্ডায় হ্যাজেলউড বলেন, 'বিশ্ব জুড়ে এই মুহূর্তে আরও অনেক ব্যাটসম্যানই আছে। কিন্তু আমি অবশ্যই বলব এবি ডি ভিলিয়ার্স (মুখোমুখি হওয়া কঠিন ব্যাটসম্যান)। আমি খুশি যে সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছে।'
বর্তমান বিশ্বের অন্যতম সেরা পেসার হ্যাজেলউড। দারুণ লাইন লেন্থ এবং বাউন্স-সুইংয়ের সমন্বয়ে ব্যাটসম্যান নাভিশ্বাস তুলে ছাড়েন তিনি। ৫১ টেস্ট খেলে ২৬.২০ গড়ে তাঁর ঝুলিতে আছে ১৯৫ উইকেট। ৪৮ ওয়ানডেতে ২৫.৬৭ গড়ে ৭৮ উইকেট।
ভিলিয়ার্সের বিপক্ষে বল হাতে সফল হতে পারেননি হ্যাজেলউড। চারটি টেস্ট খেলে মাত্র একবার ভিলিয়ার্সের উইকেট পেয়েছেন তিনি। আর ওয়ানডেতে ছয়বারের দেখায় দুইবার তাঁর উইকেট নিয়েছেন হ্যাজেলউড।