হার্দিকের চোখে সেরা, বাংলাদেশের সেই হার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে অবিশ্বাস্য ভাবে ১ রানে হেরে গিয়েছিল বাংলাদেশ। সেই হারের বেদনা এখনও ভুলতে পারেনি বাংলাদেশের সমর্থকরা। সেই হারের ক্ষত আবারও মনে করিয়ে দিলেন ভারতের পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।
ম্যাচটির শেষ ওভারের বোলার হার্দিক পান্ডিয়া জানিয়েছেন, সেই ম্যাচের স্মৃতি কখনও ভুলতে পারবেন না তিনি। সম্প্রতি দিনেশ কার্তিকের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে এক লাইভে এসে ম্যাচটির প্রসঙ্গ তুলেন হার্দিক।
এ প্রসঙ্গে হার্দিক বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে শেষ ওভারটি ছিল সবচেয়ে কঠিন। এখন পর্যন্ত আমার ক্যারিয়ারের অন্যতম সেরা ম্যাচ সেটি।’

ম্যাচটিতে অবশ্য হেসে খেলেই জয়ের পথে ছিল বাংলাদেশ। শেষ ওভারে বাংলাদেশের দরকার ছিল মাত্র ১১ রান। উইকেটে ছিলেন দলের শীর্ষ দুই ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম।
হার্দিকের করা প্রথম বলে এক রান আসে মাহমুদউল্লার ব্যাট থেকে। পরের দুই বলে টানা দুই চার মুশফিকের। এরপর এই উইকেটরক্ষক ব্যাটসম্যান তখনই উল্লাসে ফেটে পড়েন। ফলে শেষ ৩ বলে বাংলাদেশের দরকার ছিল মাত্র ২ রান।
ওভারের চতুর্থ বলটাতে ডিপ মিডউইকেটে তুলে মারতে গিয়ে শিখর ধাওয়ানের ক্যাচ হন মুশফিক। পরের বলে একই কায়দায় রবীন্দ্র জাদেজার হাতে সীমানায় ধরা পড়েন মাহমুদউল্লাহ। শেষ বলে বাংলাদেশের সমীকরণ দাঁড়ায় ২ রান।
স্ট্রাইকে থাকা শুভাগত হোম বল ব্যাটেই লাগাতে পারেননি। এরপর সিঙ্গেল নিতে গেলে রান আউট হন মুস্তাফিজুর রহমান। আর তাতেই হার নিশ্চিত হয় বাংলাদেশের। শেষ ওভারে হার্দিককে লেন্থ বল করার পরামর্শ দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি এবং আশিস নেহরা। সেই পরামর্শই কাজে লেগেছে বলে মনে করেন তিনি।
হার্দিক বলেন, ‘আমার মনে আছে, মাহি ভাই আর নেহরা ভাই ছুটে এসেছিলেন। আমি বলেছিলাম বাউন্সার করতে চাই। কিন্তু তারা বলেন এতে হিতে বিপরীত হতে পারে। এজ হয়ে কিপারের মাথার ওপর দিয়ে বাউন্ডারি হয়ে যেতে পারে। তাই আমি অফস্ট্যাম্পের বাইরে বল করার সিদ্ধান্ত নেই।’