এখনই মন্তব্য করতে নারাজ বিসিসিআই

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি বছরের শেষদিকে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ খেলতে যাওয়ার কথা ভারতের। যদিও করোনা পরিস্থিতিতে সব ধরনের খেলাধুলা বন্ধ এবং মাঠে ক্রিকেট কবে ফিরবে সেটারও নিশ্চয়তা নেই। এ কারণে অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে এখনই মন্তব্য করতে নারাজ বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
বিসিসিআইয়ের এক কর্মকর্তা মিডিয়াকে বলেছেন, 'বছরের শেষে আমরা অস্ট্রেলিয়াতে খেলব কিনা এটা নিয়ে এখন মন্তব্য করার সঠিক সময় নয়। আরও অনেক সময় বাকি।

বর্তমান পরিস্থিতি খুব খারাপ। ধৈর্য ধরে এর মোকাবেলা করতে হবে। এখনও ৭-৮ মাস বাকি। এই সিরিজ নিয়ে চিন্তা করারও কিছু নেই।'
অস্ট্রেলিয়ার মাটিতে চারটি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলার কথা বিরাট কোহলির ভারতের। এর আগে, অক্টোবরে অবশ্য অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপের।
ক্রিকেট অস্ট্রেলিয়া অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ভারত সিরিজ আয়োজনের ব্যাপারে যথেষ্ট আশাবাদী। যদিও সময়ের ওপরেই অনেক কিছু ছেড়ে দিয়েছে বিসিসিআই।
ওই কর্মকর্তা আরও বলেন, 'অক্টোবরে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে সেটাও আমরা জানি না। পরিস্থিতি ঠিক হলে আমরা এসব নিয়ে সিদ্ধান্ত নিতে পারি। এর মধ্যে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার আইনে নতুন নির্দেশনা আসে কিনা সেটাও আপনাকে দেখতে হবে।'