নিজের কোচিং দর্শন সম্পর্কে জানালেন ম্যাকেঞ্জি

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
লম্বা সময় ধরে বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছেন নিল ম্যাকেঞ্জি। সম্প্রতি ক্রিকইনফোকে দেয়া সাক্ষাৎকারে এই দক্ষিণ আফ্রিকান জানিয়েছেন, বাংলাদেশি ব্যাটসম্যানদের সঙ্গে কীভাবে বা কোন প্রক্রিয়ায় কাজ করছেন তিনি।
আগে ক্রিকেটারদের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন ম্যাকেঞ্জি। এরপর তাদের ব্যাটিংয়ের ভাষা বোঝার চেষ্টা করেন। তারপর আগ্রাসী ব্যাটসম্যান বা রক্ষণাত্মক ব্যাটসম্যানদের যার যার ভূমিকা বুঝিয়ে দেন তিনি।
ম্যাকেঞ্জি বলেন, 'আমি আসলে আলাদা আলাদাভাবে সবার সঙ্গে কাজ করি। তাতে যদি তারা এক ভাগ বা এর একটু বেশি উন্নতি করে তাও ভালো। এসব সময়ে আপনাকে স্বচ্ছ এবং সৎ থাকতে হবে।

আগে কে কেমন ব্যক্তি সেটা জানা জরুরি, এরপর ক্রিকেট নিয়ে কথা। কেউ হয়তো হাতের ওপর বেশি নির্ভর করে ব্যাটিং করে, কেউ আবার পায়ের ওপর নির্ভরশীল। তাদের ব্যাটিংয়ের ভাষা বুঝতে হবে। যে হাত বা কাঁধ ঠিক রেখে ব্যাটিং করতে জানে তাঁকে মাথার পজিশন নিয়ে বলার কিছু নেই!'
বাংলাদেশের আগে নিজ দেশ দক্ষিণ আফ্রিকার সঙ্গে কাজ করেছেন ম্যাকেঞ্জি। তাঁর কোচিং দর্শনের গুরুত্বপূর্ণ প্রথম দিকটি হচ্ছে 'কৌশল'। ব্যাটসম্যানরা কৌশলে আত্মস্থ হলে এরপর যার যার মানসিকতা নিয়ে কাজ করেন ম্যাকেঞ্জি। যদিও এটা কিছুটা সময় সাপেক্ষ।
ম্যাকেঞ্জি আরও বলেন, 'আন্তর্জাতিক ক্রিকেটে ভালো দলগুলোর সঙ্গে কাজ করছি যা অনেক সম্মানের। সাফল্য পাই বা না পাই আমি চেষ্টা করি সৎ থাকার। সবার ক্রিকেটের একদম মৌলিক বিষয়গুলোতে আমি জোর দেই। ক্রিকেটারদের মূল্যবান করে তুলতে হলে তাদের সামর্থ্য অনুযায়ী খেলতে দিতে হবে।
একদম প্রথমে আমি সবার কৌশলে নজর দেই। আমি তাদের ব্যাটিং ফুটেজ দেখি। কৌশলগত কোনও ভুল নিয়ে কাজ করা সহজ। এরপর আমি মনস্তাত্ত্বিক বিস্ময়গুলো দেখি। এটা কিছুটা সময় নেয়। যাদের সঙ্গে আমি খেলেছি তাদের সঙ্গে এটা সহজ কিন্তু অনেকেই আছে যারা নিজেদের মতো চলতে ভালোবাসে।'
ম্যাকেঞ্জির কোচিংয়ের ভালো দিকগুলোর প্রতিফলন ঘটেছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে। মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমরা আগের থেকে কৌশলে ব্যাট চালাচ্ছেন। নির্ভার হয়ে খেলছেন লিটন দাসের মতো তরুণরাও।