promotional_ad

ম্যাকেঞ্জির চোখে লিটন 'এক্স' নয়, 'এক্স প্লাস'

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


লিটন দাস খুব দ্রুতই আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিচ্ছেন বলে মনে করছেন বাংলাদেশের ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি। কয়েকমাস আগে অনুষ্ঠিত হওয়া জিম্বাবুয়ে সিরিজে অসাধারণ ফর্মে ছিলেন লিটন, যা মনে ধরেছে ম্যাকেঞ্জির।
 
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুই সেঞ্চুরিসহ লিটন করেন ৩১১ রান, যা ওই সিরিজের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। এরপর টি-টোয়েন্টি সিরিজে লিটনের ব্যাটে আসে দুই হাফ সেঞ্চুরিসহ ১১৯ রান। এটাও ওই সিরিজের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।


ম্যাকেঞ্জির মতে, আন্তর্জাতিক ক্রিকেট তরুণদের জন্য সহজ নয়। কিন্তু মাত্র পাঁচ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা লিটন এরই মাঝে নিজের সামর্থ্য বুঝিয়ে দিয়েছেন।



promotional_ad

ক্রিকইনফোকে ম্যাকেঞ্জি বলেন, 'আন্তর্জাতিক ক্রিকেট যেকোনো তরুণ ক্রিকেটারের জন্য কঠিন জায়গা। আপনার দলের প্রথম ছয় ব্যাটসম্যানের গড় যদি বেশি থাকে, তাহলে এর অর্থ হচ্ছে আপনি বেশি রান পাচ্ছেন, প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বোলারদের চিন্তায় ফেলে দিচ্ছেন। আমার মতে লিটন সেই পথেই আছে। যখন আপনার সাফল্যের মান 'এক্স', তখন সে 'এক্স প্লাসে' আছে।'


ক্যারিয়ারের শুরুর দিকেই 'প্রতিভাবান' তকমা পান লিটন। ছিল না কেবল ধারাবাহিকতা। জিম্বাবুয়ে সিরিজে ধারাবাহিকতা খুঁজে পেয়েছেন লিটন।


ম্যাকেঞ্জি আরও বলেন, 'লিটন নির্বাচকদের ভরসার প্রতিদান দিয়েছে। ধারাবাহিকতার সঙ্গে সে আরও বেশি শৃঙ্খল হচ্ছে। সে জানে তাঁর কি করতে হবে। দলে তাঁর ভূমিকা কেমন সেটাও সে ভালো করে জানে।



সে দারুণ প্রতিভাবান ক্রিকেটার যে শট খেলতে পছন্দ করে। তবে শট খেলা সবসময় সম্ভব না। এক্ষেত্রে আপনাকে আরও চতুর হতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটের মানেই হচ্ছে ম্যাচের অবস্থার সঙ্গে মানিয়ে নেয়া। সে এই পথেই এগিয়ে যাচ্ছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball