রোজা নিয়ে অনুশীলনে মুশফিক

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাসের কারণে লকডাউন অবস্থায় দিন কাটাচ্ছেন ক্রিকেটাররা। এরই মাঝে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। তবে এরপরও থেমে নেই জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। রোজা রেখে ঘরের মধ্যেই ব্যায়াম করতে ব্যস্ত তিনি।
অখন্ড অবসরের দিনগুলোতে নিজেকে ফিট রাখতে প্রাণান্ত পরিশ্রম করে যাচ্ছেন মুশফিক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যায়াম করার ভিডিও পোস্ট করেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। রোজার কারণে অনুশীলন বন্ধ রাখার পক্ষে নন তিনি।

ভিডিওর ক্যাপশনে মুশফিক লিখেছেন, 'রোজা কোনো অজুহাত হতে পারে না। আলহামদুলিল্লাহ রোজা রেখেছি এবং কঠোর পরিশ্রম করছি। সবাই নিরাপদে বাসাতে থাকুন এবং একে অপরের জন্য দোয়া করুন।'
পরিশ্রমী ক্রিকেটার হিসেবে বরাবরই অনেক সুনাম রয়েছে মুশফিকের। সতীর্থরা যখন বিশ্রাম করতেন তখন প্রায়শই নেটে অনুশীলনে লিপ্ত থাকতেন তিনি। এর সুফলও অবশ্য পেয়েছেন মুশফিক। আগের চেয়ে নিজেকে অনেক পরিণত একজন ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন তিনি।
কিছুদিন আগে ফেসবুকে আরেকটি ভিডিও পোস্ট করেন মুশফিক। যেখানে দেখা যায় শারীরিক কসরতের পাশাপাশি ব্যাটিং অনুশীলনও করছেন তিনি। একই সঙ্গে অনুশীলনের জন্য সাতদিনের একটি রুটিনও বানান এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।