জুলাই পর্যন্ত বেকার থাকছেন মরগান-রুটরা

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মহামারী করোনাভাইরাসের কারণে আগামী জুলাই পর্যন্ত সকল ধরণের ক্রিকেট ম্যাচ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
বাতিলের তালিকায় রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জুন মাসে অনুষ্ঠিতব্য টেস্ট সিরিজটিও। ফলে এই সময় পর্যন্ত বেকার সময় পার করতে হবে ইয়ন মরগান, জো রুটদের।

জুনে ঘরের মাটিতে ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা ছিল ইংল্যান্ডের। বর্তমান পরিস্থিতি বিবেচনায় পরিবর্তিত সূচিতে অনুষ্ঠিত হবে সিরিজটি। ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন আশা করছেন আগামী গ্রীষ্মের মধ্যে পরিস্থিতি অনুকূলে আসবে।
হ্যারিসন বলেছেন, 'পুরো বিশ্বই এখন করোনার সংকটে রয়েছে। করোনার প্রভাব ক্রীড়াঙ্গনের ওপর পড়ছে। তবে আমরা আশাবাদী গ্রীষ্মে কিছুটা ক্রিকেট খেলা যাবে। সরকারী নির্দেশনা পেলেই আমরা সময়সূচী ঘোষণা করব। কারণ খেলা না হলে বড় ধরনের আর্থিক মন্দায় পড়ে যাব।'
অবশ্য বিকল্প ব্যবস্থাও ভেবে রাখতে হচ্ছে ইসিবিকে। করোনা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে ফাঁকা মাঠে আন্তর্জাতিক এবং কাউন্টি ক্রিকেটের ম্যাচগুলো আয়োজন করা হবে বলে জানিয়েছেন বোর্ডের প্রধান নির্বাহী।
খেলোয়াড় এবং কর্মকর্তাদের সুরক্ষার কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নেয়া হবে জানিয়ে হ্যারিসনের ভাষ্য, 'করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে আন্তর্জাতিক ও কাউন্টি ক্রিকেটের ম্যাচগুলো ফাঁকা মাঠে করার চিন্তা-ভাবনা চলছে। যাতে খেলোয়াড় ও কর্মকর্তাদের সুরক্ষা দেয়া যায়।'