হার্শার চোখে ক্রিকেটের রাজা শচিন, প্রজাও শচিন!

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
আজ (২৪ এপ্রিল) ৪৭ বছরে পা দিলেন শচিন টেন্ডুলকার। ভারতের ক্রিকেট ঈশ্বরের জন্মদিনটা প্রতিবারের চেয়ে এবার কিছুটা আলাদা। করোনাভাইরাসের প্রকোপের মধ্যে লকডাউন অবস্থায় ঘর বন্দী দিন কাটাচ্ছেন তিনি। প্রতিবারের মতো সশরীরে ভক্তদের শুভকামনা হয়তো পাচ্ছেন না শচিন, তবে শচিন ভক্তরা মাতিয়ে রেখেছে অনলাইন! শচিন বিষয়ক নানান ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ছে ইতোমধ্যে। শচিনকে নিয়ে করা জনপ্রিয় ধারাভাষ্যকার ও ক্রীড়া বিশ্লেষক হার্শা ভোগলের একটি মন্তব্যও ছড়িয়ে পড়েছে।
ভিডিও বার্তাটিতে হার্শা বলেন, 'শচিনকে নিয়ে আমি টানা তিন ঘণ্টাও কথা বলতে পারব। তবে একটা কথাই বলি, শচিন হচ্ছে ক্রিকেটের রাজা, যে সবসময় প্রজার মতোই আচরণ করে।'

প্রতি বছর শচিনের জন্মদিনে রীতিমতো উৎসব করে ভারত। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চালু হওয়ার পর থেকে এদিনে সাধারণত শচিনের দল মুম্বাই ইন্ডিয়ান্সের খেলা থাকে।
গত ১২ বছরের মধ্যে পেশাদার ক্রিকেটার থাকা অবস্থায় শচিন যখন মুম্বাইয়ের ওয়ানখেডে স্টেডিয়ামে জন্মদিনের দিন খেলতে নামতেন, তখনই 'শচিন..শচিন..' কলরবে মোহিত হতো পুরো মুম্বাই!
খেলোয়াড়ি জীবন ছাড়লেও মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে অটুট শচিনের সম্পর্ক। দলটির পরামর্শক হিশেবে আছেন তিনি। সেই সুবাদে গত কয়েক বছরেও মহা ধুমধাম করে পার করা হয় শচিনের জন্মদিন।
এবারের জন্মদিন পালন না করা নিয়ে অবশ্য একেবারেই মন খারাপ নয় শচিনের। একশ সেঞ্চুরির মালিক সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, 'এ বছর আমি জন্মদিন পালন করব না। যে পরিস্থিতির ভেতর দিয়ে আমরা যাচ্ছি, কোনো কিছু উদযাপন করার সময় এখন নয়।'