promotional_ad

তামিমের উপহার নিয়ে অসহায় মানুষের দরজায় নাফিসা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশের খেটে খাওয়া মানুষজন। এই কঠিন সময়ে এই দুস্থ এবং অসহায়দের পাশে দাঁড়াচ্ছেন বিত্তবানরা। 


এগিয়ে এসেছেন ক্রিকেটাররাও। এবার সমাজকর্মী নাফিসা খানের ডাকে সাড়া দিয়েছেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। ২৪ এপ্রিল (শুক্রবার) ঢাকা শহরের নির্ধারিত কয়েকটি এলাকায় তামিমের পক্ষ থেকে উপহার পৌঁছাতে শুরু করেছেন।


ইতোমধ্যে মিরপুরে উপহার দেয়া শেষে উত্তরা এয়ারপোর্টের দিকে রওনা হয়েছেন নাফিসা।  একজন বাংলাদেশ নামে এই জনকল্যাণ মূলক কাজ করছেন তিনি। একজন বাংলাদেশ' লেখা ব্যানার লাগানো সিএনজিতে করে খাদ্যসামগ্রীর প্যাকেট নিয়ে পৌঁছে যাচ্ছেন বাড়িতে বাড়িতে। কিংবা কখনো রাস্তায় সিএনজি থামিয়ে মানুষকে সাহায্য করছেন।



promotional_ad

ফেসবুকের পোস্টে তিনি লিখেছেন, 'ধন্যবাদ ক্যাপ্টেন তামিম ইকবাল খান। স্যালুট জানাই আপনাকে দেশের এই সংকট মুহূর্তে অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য। বৃষ্টি উপেক্ষাই করেই রওনা হচ্ছি। ইনশাআল্লাহ ঠিক সময়ে ক্যাপ্টেনের উপহার নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের দরজায়।'


নাফিসা খান এখন পর্যন্ত এক হাজারেরও বেশি পরিবারের কাছে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ও সিএনজিতে দিয়ে দিয়েছেন নিজের ব্যক্তিগত মোবাইল ফোন নম্বর। ফোনে কেউ সাহায্য চাইলে তাদের ঘরে পৌঁছে যান নাফিসা। 


কেউ সাহায্য করতে চাইলে তাদের ঘরেও চলে যান তিনি। বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাব থেকে পড়াশোনা শেষ করা নাফিসা জানিয়েছেন, তিনি সরাসরি কারো কাছ থেকে অর্থ সহায়তা নিচ্ছেন না। যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের কাছ থেকেও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিচ্ছেন।  


করোনা ভাইরাস প্রভাব বিস্তারের শুরু থেকেই দেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানোতে সক্রিয় ভূমিকা তামিম ইকবালের। ওয়ানডে অধিনায়ক ২৭ জন ক্রিকেটারকে নিয়ে নিজেদের বেতনের অর্ধেক করে দিয়ে বড় অঙ্কের তহবিল অনুদান দিয়েছেন। 



করোনায় কর্মহীন হয়ে পড়া জুনিয়র এক অ্যাথলেটের পরিবারের তিনমাসের খরচ বহন করেছেন। নারায়ণগঞ্জে ক্রিকেটার নাজমুল ইসলাম অপুর ত্রান বিতরণ কার্যক্রমে অংশ হওয়া থেকে সামাজিক সংগঠন ফুট স্টেপকে বড় অঙ্কের অনুদান দিয়েছেন। এছাড়া টিম বয় এবং ম্যাসাজম্যানদের সাহায্যার্থে সাকিব, মাশরাফি, মুশফিক, রিয়াদদের সাথে ১ লাখ টাকার অনুদান দিয়েছেন এই ওপেনার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball