promotional_ad

বাংলাদেশের স্বপ্নভঙ্গের পরিকল্পনা আগেই সাজিয়েছিলেন কার্ত্তিক

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০১৮ সালে নিদাহাস ট্রফির ফাইনালে শিরোপা জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ছিল বাংলাদেশ। কিন্তু সৌম্য সরকারকে শেষ বলে ছক্কা হাঁকিয়ে সাকিববাহিনীর স্বপ্নভঙ্গ করেন দিনেশ কার্ত্তিক। দুই বছর পর নিদাহাসের সেই ফাইনাল নিয়ে ক্রিকবাজের সঙ্গে কথা বলেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। জানিয়েছেন,পরিকল্পনা সাজিয়েই ব্যাটিংয়ে নেমেছিলেন তিনি। 


জয়ের জন্য ১৬৭ রানের লক্ষ্য পেয়েছিল ভারত। শেষ ১২ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৪ রান। ১৯তম ওভারে রুবেল হোসেনের ওভারে ২২ রান তুলে নেন কার্ত্তিক। আর শেষ ওভারে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন এই ব্যাটসম্যান। ইনিংসের শেষ পর্যন্ত ৮ বলে অপরাজিত থাকেন ২৯ রানে। 


ফাইনালে নামার আগে ম্যাচ পরিস্থিতি সাজিয়ে নেটে অনুশীলন করেছিলেন কার্ত্তিক। যা মাঠে সাহায্য করেছে এই ব্যাটসম্যানকে। উইকেটে নামার সময় আত্মবিশ্বাসী ছিলেন বলেই কাজটা সহজ হয়েছে তাঁর জন্য।



promotional_ad

কার্ত্তিক বলেন, ‘আমি যখন নামলাম, তখন অবশ্যই একটা পরিকল্পনা ছিল মাথায়। এসব ক্ষেত্রে অনুশীলন আপনাকে সাহায্য করে। আপনি অনুশীলনে একটা জিনিস বারবার করতে থাকলে, সেটা আপনার মধ্যে অটো মুডে চলে আসে। আপনার কী করা উচিৎ- এটা জেনে গেলে সেটা অর্জন ??রা খুব সহজ হয়।’


‘উইকেটে যাওয়ার সময় বিশ্বাস ছিল আমি এটা পারবো, মঞ্চটা আমার জন্যই প্রস্তুত ছিল। শুধু কাজটা শেষ করতে হবে। এসব সময় প্রোগ্রামিংয়ের মতো আগায় সবকিছু। বোলার কোথায় বোলিং করবে, গ্যাপ কোথায় আছে- এসব স্বয়ংক্রিয়ভাবে মাথায় চলে আসে। ফিনিশার হিসেবে ধারাবাহিক হওয়ার জন্য পুরো ইনিংসটা প্রোগ্রাম করেই নামতে হয়।’ 


এসময় ফিনিশারদের গুণাবলী সম্পর্কে তিনি আরও বলেন, ‘আমরা সাধারণত গ্যাপ দেখার চেষ্টা করি কিংবা বোলার কোথায় বল করবে সেটা চিন্তা করে থাকি। ফলে আপনি যখন অনেক বেশি অনুশীলন করবেন, অনেক ভিডিও দেখবেন, মাঠের কোন পাশের বাউন্ডারি ছোট- এসব মাথায় রাখবেন, তখন আপনার ধারাবাহিক সফলতার সম্ভাবনা বেড়ে যাবে।’


২০০৪ সালে ভারতের হয়ে অভিষেক হয় কার্ত্তিকের। ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে কখনও দলে থিতু হতে পারেননি তিনি। আসা-যাওয়ার মাঝেই থাকতে হয়েছে তাঁকে। ভারতীয় দলে একেক সময়ে একেক ভূমিকায় দেখা গেছে কার্ত্তিককে।



টেস্টে দলের ওপেনার হিসেবেও খেলেছেন তিনি। আবার নিদাহাস ট্রফিতে খেলেছেন ফিনিশারের ভূমিকায়। গেল ওয়ানডে বিশ্বকাপে শেষবারের মতো দেশের হয়ে মাঠে নেমেছিলেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball