promotional_ad

এবার নিলামে উঠছে মাশরাফির জার্সি! 

ছবিঃ বিসিবি, রতন গোমেজ
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


করোনাভাইরাসে বিপর্যস্তদের সাহায্যার্থে এগিয়ে আসছেন দেশের ক্রিকেটাররা। দেশের ক্রিকেটের সফলতম কাপ্তান মাশরাফি বিন মোর্ত্তজা এদিক দিয়ে বেশ অগ্রণী ভূমিকা পালন করছেন। 


ক্রিকেটারদের গড়া তহবিলে নিজ বেতন থেকে ২ লাখ ২৫ হাজার টাকা দেন মাশরাফি। ব্যক্তিগত তহবিল থেকে নড়াইলের ১২০০ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করেছিলেন তিনি। তাছাড়া চিকিৎসক ও নার্সদের সর্বমোট ৫০০টি সুরক্ষা পোশাকও (পিপিই) দেন তিনি। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন গড়ে নড়াইলবাসীর জন্য ভ্রাম্যমাণ চিকিৎসা ব্যবস্থাও চালু করেন মাশরাফি। একই সঙ্গে নড়াইল সদর হাসপাতালে নিজ অর্থায়নে 'ডক্টরস সেফটি চেম্বার' বানিয়েছেন সাবেক জাতীয় দলের এই দলপতি।



promotional_ad

সবকিছু ছাপিয়ে এবারে সাকিব-মুশফিকের দেখানো পথে হাঁটতে যাচ্ছেন ম্যাশ। নিলামে উঠাতে যাচ্ছেন তাঁর জার্সি এবং ব্রেসলেট। ইতোমধ্যেই নিলামের ব্যাপারে ‘অকশন ফর অ্যাকশন’ নামক প্লাটফর্মের সাথে কথাও চলছে। 


বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এমনটাই জানা যায় এক নির্ভরযোগ্য সূত্রে। দুই একদিনের ভেতর নিলামে আসলে কি কি উঠবে সেটি নিশ্চিত করা হবে। এরপর ঘোষণা করা হবে নিলামের তারিখ। 


এর আগে সাকিব আল হাসান বিশ্বকাপ মাতানো ব্যাটটি নিলামে তোলা হয় একই প্লাটফর্মে। দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে ব্যাপক সাড়া পড়ে নিলামে ব্যাটটি কিনার জন্য। শেষতক যুক্তরাষ্ট্র প্রবাসী এক বাংলাদেশী ২০ লক্ষ টাকায় ব্যাটটি কিনে নিয়েছিলেন।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball