বিশ্বকাপের আগে আইপিএল হোকঃ ম্যাককালাম

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাসের করাল গ্রাসে এলোমেলো হয়ে গিয়েছে বিশ্ব ক্রিকেটের সূচী। অনেকগুলো সিরিজ বাতিল হওয়ার পাশাপাশি শঙ্কা রয়েছে কিছু টুর্নামেন্টের আয়োজন নিয়েও। এই তালিকায় রয়েছে ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ।
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বেশ বিপাকেই রয়েছে এই দুটি টুর্নামেন্ট নিয়ে। এমন পরিস্থিতিতে এগিয়ে এলেন সাবেক কিউই উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম। উপায় বাৎলে দিয়েছেন কোনো সমস্যা সৃষ্টি না করেই কিভাবে আয়োজন করা যায় দুটি টুর্নামেন্টই।

তিনি মনে করেন আইপিএল পিছিয়ে অক্টোবরে শুরু করা উচিত। আর টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ সালের শুরুতে আয়োজন করা শ্রেয় হবে। আর সেই সঙ্গে নারী বিশ্বকাপ পিছিয়ে দিতে তিনি আহ্বান জানান।
ম্যাককালাম বলেন, 'আমার মতে অক্টোবরে আইপিএল শুরু করা উচিৎ। আর টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দেয়া উচিৎ হবে। এর জন্য ২০২১ সালের শুরুটা উপযুক্ত সময় হবে বলে আমি মনে করি। আর এর মানে দাঁড়ায় নারী বিশ্বকাপ কিছুটা পিছিয়ে দেয়াটাই শ্রেয় যাতে করে আমরা এই দুটি টুর্নামেন্ট সঠিকভাবে আয়োজন করতে পারি।'
মূলত দর্শকবিহীন স্টেডিয়ামে হলেও আইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপ চান এই কিউই কিংবদন্তি। সেই জের ধরে এমন প্রস্তাব রেখেছেন ম্যাককালাম। তিনি বলেন, 'বিশ্বকাপ থেকে বড় রকমের অর্থ উপার্জন করে আইসিসি। তাই আমি মনে করি রুদ্ধদ্বার স্টেডিয়ামে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়া উচিত। '