নেদারল্যান্ডের চলতি বছরের ক্রিকেটসূচী স্থগিত

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাসের প্রভাব বেশ ভালোভাবেই পড়লো ডাচ ক্রিকেটে। মহামারী এই ভাইরাসের কারণে সকল খেলার ওপরই বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সরকার। যার ফলে চলতি বছরের সকল ক্রিকেট সূচিতে স্থগিতাদেশ ঘোষণা করতে হয়েছে নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ডকে (কেএনসিবি)।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কেএনসিবি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, ‘সকল প্রকারের খেলাধুলার ওপর পহেলা সেপ্টেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা থাকার কারণে আমাদের চলতি বছরের ক্রিকেট সূচি স্থগিত করতে হচ্ছে। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ, নামিবিয়া, ওমান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চার জাতি সিরিজ এবং আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি এর আওতাভুক্ত থাকবে।'
নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান বিটি টিমার এই প্রসঙ্গে বলেন, ‘চলতি গ্রীষ্মে আমরা কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারছি না যা অত্যন্ত হতাশাজনক। যাই হোক, ক্রিকেটার, সমর্থক এবং স্টাফদের স্বাস্থ্য সুরক্ষাই আমাদের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ’।
সেই সঙ্গে তিনি আশা ব্যক্ত করেন যে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রনের যোগ্যতা নির্ধারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আয়োজিত সুপার লিগের ম্যাচগুলো পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় তাঁরা আয়োজন করতে সক্ষম হবেন। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, সামনের মৌসুমে সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে। পরিকল্পনা অনুযায়ী তখন আমরা ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার লিগ আয়োজন করতে পারব।'