করোনা বাঁধায় যুব দল 'নির্মাণ' কার্যক্রম

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০২২ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। বৈশ্বিক এই টুর্নামেন্টকে সামনে রেখে এখন থেকেই দল সাজানোর পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু বোর্ডের এই পরিকল্পনায় বাঁধ সেধেছে মরণঘাতী করোনাভাইরাস।
আগামী বিশ্বকাপের জন্য দল গঠন করতে বয়সভিত্তিক টুর্নামেন্টগুলোর প্রতি জোর দিচ্ছে বিসিবি। এই লক্ষ্যে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে তারা। যুবাদের নিয়ে এরই মধ্যে চারদিনের টুর্নামেন্ট ইয়থ ক্রিকেট লিগ (ওয়াইসিএল) আয়োজন করেছে বোর্ড।

এবার পরিকল্পনা ছিল ওয়ানডে টুর্নামেন্ট আয়োজন করার। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় আপাতত সবকিছু বন্ধ রাখতে বাধ্য হয়েছে বিসিবি। বোর্ডের গেম ডেভেলপমেন্ট ম্যানেজার এইএম কাওসার এমনটাই জানিয়েছেন।
একটি ইংরেজি দৈনিককে কাওসার বলেছেন, 'আমরা চার দিনের ইয়থ ক্রিকেট লিগ (ওয়াইসিএল) আয়োজন করেছি, কিন্তু ওয়ানডে টুর্নামেন্ট শুরু করতে পারিনি। ওয়ানডে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল ১ এপ্রিলে এবং শেষ হওয়ার কথা ছিল ১৫ এপ্রিল। সিলেটের মাটিতে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টটি আমরা আয়োজন করতে পারি নি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে। এখন আমি জানি না এটি কবে শুরু হবে। বর্তমানে সবকিছু নির্ভর করছে পরিস্থিতি কোনদিকে যায় তার উপর। যখন আমরা সুযোগ পাবো এবং মাঠে ফিরবো তখনই আমাদের কার্যক্রম শুরু করবো।'
চলতি বছরের অক্টোবরে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল যুবাদের। এরপর পাকিস্তানেরও আসার কথা ছিল বাংলাদেশে। কিন্তু সেই পরিকল্পনাও এখন অনিশ্চিত। কাওসারের ভাষ্যমতে, 'অক্টোবরে একটি সফর ছিল। পাকিস্তানের মাটিতে আমাদের খেলার কথা ছিল। তাদেরও (পাকিস্তান) বাংলাদেশ সফরে আসার পরিকল্পনা ছিল। এখন সব কিছুই অনিশ্চিত। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। আমরা নতুন পরিকল্পনা আনতে পারি।'