এ বছর আইপিএল শ্রীলঙ্কায়?

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাসের প্রকোপে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩ তম সংস্করণ। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এই ঘোষণার পরপরই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) আইপিএলের আয়োজক হবার আগ্রহ প্রকাশ করেছে।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মি সিলভা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বিকল্প ব্যবস্থা হিসেবে ভারতীয় বোর্ড শ্রীলঙ্কায় এবারের আইপিএলটি আয়জন করতে পারেন যদি তাঁরা চান।

শ্রীলঙ্কার স্থানীয় লঙ্কাদীপা পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে শাম্মি বলেন, 'আইপিএল ২০২০ আয়োজিত করার শ্রীলঙ্কার যে প্রস্তাব নিয়েছে ভারত তার নজর পড়বে বলে আশা করছি। আইপিএল ২০২০ যদি মহামারীজনিত কারণে না খেলা হয় তবে ২০০৯ সালের মতো ভারতীয় বোর্ড বিকল্প ব্যবস্থা নিতে পারে।
'যদি আইপিএল অনুষ্ঠিত না হয় তবে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইপিএল অংশীদারদের ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি লোকসান বহন করতে হবে। সুতরাং, ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকাতে যেমন হয়েছিল, তেমনই অন্য কোন দেশে লীগ পরিচালনা করা তাদের পক্ষে উপকারী হবে।'
ভারত যদি শ্রীলঙ্কায় আইপিএল আয়োজন করতে চায় তবে এসএলসি তাদের সকল প্রকারে সহযোগিতা করতে প্রস্তুত আছে বলেও জানান এসএলসি সভাপতি। এবং তিনি এটাও নিশ্চিত করেন স্বাস্থ্য কর্তৃপক্ষের তত্ত্বাবধানে প্রয়োজনীয় সমস্ত সুযোগ-সুবিধা সরবরাহ করা হবে।
এই প্রসঙ্গে সিলভা বলেন, 'আমরা যদি এই প্রস্তাবে তাদের কাছ থেকে এগিয়ে যাই তবে আমরা শ্রীলঙ্কার স্বাস্থ্য কর্তৃপক্ষের তত্ত্বাবধানে প্রয়োজনীয় সমস্ত সুযোগ-সুবিধা সরবরাহ করতে প্রস্তুত।'
এদিকে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিসিসিআই তাদের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, 'কোভিড -১৯ মহামারীটি ছড়িয়ে পড়ায় ভারত সরকারের লকডাউন বাস্তবায়নের কারণে, বিসিসিআইয়ের আইপিএল গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে যে, পরবর্তী বিজ্ঞপ্তি না দেয়া পর্যন্ত আইপিএলের ২০২০ মৌসুমটি স্থগিত করা হল।'