promotional_ad

বাগেরহাটবাসীকে ২০টি ইনফ্রায়েড থার্মাল স্ক্যানার দিলেন রুবেল

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনার দুর্যোগ মোকাবেলায় একে একে এগিয়ে আসছেন ক্রিকেটাররা। সবাই যে যার জায়গা থেকে সাহায্য করছেন অসহায় মানুষদের। সম্মিলিত সাহায্যের পর এবার তারকা ক্রিকেটাররা এগিয়ে আসছেন যার যার এলাকার অসহায় মানুষদের সহায়তায়।


এরই পরিপ্রেক্ষিতে নিজ জেলা বাগেরহাটের মানুষদের জন্য এগিয়ে এনেল জাতীয় দলের পেসার রুবেল হোসেন। বাগেরহাটের মানুষদের জন্য ২০টি থার্মাল স্ক্যানার দিয়েছেন এই পেসার।


promotional_ad

বুধবার (১৫ এপ্রিল) বাগেরহাটের জেলা প্রশাসকের কাছে এই থার্মাল স্ক্যানার হস্তান্তর করেন রুবেল। এ সময় পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র, সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসিরউদ্দিনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই প্রসঙ্গে রুবেল বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্থানীয় প্রশাসন সাধারণ মানুষের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের এই সময়ে তাদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচ্য বিষয়। প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ প্রথমে যাতে শরীরের তাপমাত্রা নির্ণয় করতে পারে সে জন্য এগুলো দেওয়া। করোনার এই সময়ে সবাই বিপর্যস্ত। ঝুঁকির মধ্যে রয়েছে বাগেরহাটও। জেলাবাসীর স্বাস্থ্য সুরক্ষার জন্য এটি আমার ক্ষুদ্র প্রয়াস।’


থার্মাল স্ক্যানারগুলো বিভিন্ন অফিস-আদালত ও জনসমাগম প্রবণ জায়গায় স্থাপন করা হবে। এর ভেতর বাগেরহাট জেলা স্বাস্থ্য বিভাগকে ৮টি, পুলিশ প্রশাসনকে ৬টি, জেলা প্রশাসনকে ৩টি, সদর উপজেলা পরিষদকে ২টি ও বাগেরহাট পৌরসভাকে ২টি করে দেওয়া হয়েছে।


এখন পর্যন্ত বাংলাদেশে ১৫৭২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের ভেতর ৬০ জন মৃত্যুবরণ করেছেন। আর সুস্থ হয়েছেন ৪৯ জন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball