promotional_ad

বাটলারকে নিউজিল্যান্ডের ক্রিকেটার ভেবেছিলেন ভিলিয়ার্স

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেই (আইপিএল) এবিডি ভিলিয়ার্সের সঙ্গে দেখা হয়েছিল জস বাটলারের। প্রথম দেখায় ইংলিশ উইকেটরক্ষকে নিউজিল্যান্ডের ক্রিকেটার মনে করেছিলেন ভিলিয়ার্স।


সম্প্রতি এক ভিডিও বার্তায় ভিলিয়ার্সের সঙ্গে প্রথম দেখার স্মৃতি রোমন্থন করেছেন বাটলার। সেখানেই এই ঘটনা উঠে এসেছে। বাটলারের কাছে ভিলিয়ার্স জানতে চেয়েছিলেন, নিউজিল্যান্ডের কোথায় তাঁর বাড়ি।



promotional_ad

এ প্রসঙ্গে বাটলার বলেন, 'আমরা মিনিট কুড়ি কথা বলেছিলাম। আমার খুব ভালো লেগেছিল। ওই সময়ই আমাকে জিজ্ঞাসা করেছিলেন, নিউজিল্যান্ডের কোথায় বাড়ি আমার। আমি ইংল্যান্ডের। কিন্তু তিনি আমাকে নিউজিল্যান্ডের প্লেয়ার ভেবে নিয়েছিলেন।'


ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দলের সদস্য বাটলার আক্রমণাত্মক ব্যাটসম্যান হিসেবেই পরিচিত। দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান ভিলিয়ার্সকেই নিজের আদর্শ হিসেবে মানেন তিনি। ভিলিয়ার্সের খেলা দেখতে দেখতে বাটলার তাঁর ভক্ত হয়ে গিয়েছিলেন। 


সম্প্রতি ইংল্যান্ডের আরেক ক্রিকেটার ইশ সোধির সঙ্গে পোডকাস্টে এসব কথা জানিয়েছেন বাটলার। ভিলিয়ার্সের সঙ্গে পরিচয় হওয়ার সময় একই সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্সে খেলতেন বাটলার।



একট ম্যাচের পর হোটেলে ফিরে বিয়ার পান করবেন বলে বাটলারকে আমন্ত্রণ জানিয়েছিলেন ভিলিয়ার্স। সেখানে গিয়েই এই বিব্রতকর অবস্থায় পড়েছিলেন ইংলিশ এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball