promotional_ad

অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল!

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


করোনা পরিস্থিতির কারণে ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর। করোনাভাইরাসের সংক্রমণ রোধে ২১ দিনের লকডাউন দেয়া হয়েছিল ভারতে। মঙ্গলবার সেই লকডাউন বাড়িয়ে ৩মে পর্যন্ত নেয়া হয়েছে।


এর ফলে অনিশ্চয়তায় পড়ে গেছে আইপিএল। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এমন পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিতে পারে এবারের আসরটি। পরিস্থিতি স্বাভাবিক দ্রুত স্বাভাবিক না হলে এ বছর আর আইপিএল হচ্ছে না।



promotional_ad

এই বিষয়টি নিশ্চিত হয়ে গেছে। শুরুতে ২৯ মার্চ শুরু হওয়ার কথা ছিল আইপিএলের ১৩তম আসর। কিন্তু করোনাভাইরাসের তাণ্ডবের কারণে আন্তর্জাতিক ক্রিকেটের মতো স্থগিত করা হয় আইপিএলও।


করোনা মোকাবেলায় প্রথমে ২১ দিনের লকডাউন দিয়েছিল ভারত সরকার। পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। এরই মধ্যে পশ্চিমবঙ্গসহ বেশ কিছু রাজ্যে ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়। ফলে আইপিএলও অনিশ্চিত হয়ে পড়েছে।


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশে ভাষণের সময় জানিয়েছেন, আগামী ৩মে পর্যন্ত দেশজুড়ে চলবে লকডাউন। ততদিন পর্যন্ত রেল-বিমানসহ সমস্ত পরিসেবা বন্ধ। ফলে বিদেশি ক্রিকেটারদের আসা-যাওয়াও বাধাগ্রস্থ হবে।



বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি কদিন আগেই আইপিএল স্থগিতের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছিলেন, ‘পুরো পরিস্থিতির উপর আমরা নজর রাখছি। এই মুহূর্তে কিছু বলা সম্ভব নয়। আর বলার কিছু নেইও। বিমান বন্ধ, অফিস বন্ধ, মানুষ গৃহবন্দি। কেউ কোথাও যেতে পারছে না। মনে হচ্ছে, মে’র অর্ধেক পর্যন্ত এই অবস্থাই থাকবে। ক্রিকেটাররা কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গা যাবে? খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে, আইপিএল কেন এখন কোনোরকম স্পোর্টস ইভেন্টই আয়োজন সম্ভব নয়।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball