রিভিউ নিয়ে সবচেয়ে সফল ওয়াটলিং, তিনে মুশফিক

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাসের প্রকোপের কারণে সাড়া বিশ্বেই এখন ক্রিকেট বন্ধ। এর ফলে ক্রিকেটের রেকর্ডের পাতাও থেমে আছে। এমন পরিস্থতিতে চোখ বুলানো যাক ক্রিকেটের সবচেয়ে আলোচিত এবং সমালোচিত প্রযুক্তি ডিসিশন রিভিউ সিস্টেমে।
গত পাঁচ বছরে আন্তর্জাতিক ক্রিকেটে ৩৩০০ রিভিউ নেয়া হয়েছে। এই পাঁচ বছরে ডিআরএসে সবচেয়ে সফল ব্যাটসম্যান নিউজিল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান বিজেওয়াটলিং। ব্যাটসম্যান হিসেবে তাঁর নেয়া ১০টি সিদ্ধান্তের মধ্যে ৭টিই কার্যকর হয়েছে। ৩টি রিভিউ ব্যর্থ হয়েছে।

গত পাঁচ বছরে ৭০ শতাংশ সফলতা নিয়ে এই তালিকায় শীর্ষ তালিকায় জায়গা করে নিয়েছেন নিউজিল্যান্ডের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। টেস্টে ডিআরএসে ফিল্ডিং দল হিসেবে সবচেয়ে বেশি রিভিউ হারিয়েছে নিউজিল্যান্ড। তাই সেই হিসেবে ওয়াটলিংয়ের রিভিউয়ে সফলতা সত্যিই বিস্ময়কর।
ওয়াটলিংয়ের পরই এই তালিকার দুই নম্বরে আছেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান হাসিম আমলা। এই প্রোটিয়া ব্যাটসম্যান ডিআরএসে সফল হয়েছেন ৬৯.২ শতাংশ। আমলার নেয়া ১৩টি রিভিউয়ের মধ্যে ৯টিই সফল হয়েছে।
এই দুজনের পর ডিআরএসে অন্তত ৫০ শতাংশ সফলতা আছে এমন ব্যাটসম্যান আছেন দুজন। একজন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম, অন্যজন ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী। ৫৩.৮৫ শতাংশ সফলতা নিয়ে তিন নম্বরে রয়েছেন মুশফিক।
তাঁর নেয়া ১৩টি সিদ্ধান্তের মধ্যে ৭টিই সফল হয়েছে। ব্যর্থ হয়েছে ৪টি রিভিউ। এ ছাড়া আম্পায়ার্স কলের কারণে ২টি সিদ্ধান্ত বিপক্ষে যায় তাঁর। মঈন আলী ১৭টি সিদ্ধান্ত নিয়ে সফল হয়েছেন ৯টিতে। ৬টিতে ব্যর্থ হয়েছেন। ২টি রিভিউ আম্পায়ার্স কলের কারণে বিপক্ষে গেছে তাঁর।
অন্তত আটজন ব্যাটসম্যানের মধ্যে রিভিউ নিয়ে সবচেয়ে বেশি ব্যর্থ হয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট। তিনি রিভিউ নিয়েছেন মোট ২৬টি। এর মধ্যে ১৩টিতেই ব্যর্থ হয়েছেন তিনি। তাঁর সফলতা ১২টি রিভিউয়ে। ১ বার রিভিউ নিয়ে আম্পায়ার্স কলের কারণে ব্যর্থ হয়েছেন তিনি।