promotional_ad

ধোনি খেলুক, চাওয়া নাসের হুসেইনের

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ক্রিকেট মাঠে সর্বশেষ তাঁকে খেলোয়াড় হিসেবে দেখা গিয়েছিল ইংল্যান্ড বিশ্বকাপে গত বছরের জুলাইয়ে। এরপর থেকে ২২ গজে মহেন্দ্র সিং ধোনিকে দেখা যায়নি। ক্রিকেট থেকে অবসর না নিলেও এ নিয়ে গুঞ্জন থেমে থাকছে না। কেউ বলছেন তাঁর সময় ফুরিয়ে গেছে, ক্রিকেটকে দেবার মতো কিছু নেই আর তাঁর। আবার কেউ বা বলছেন পুরো উল্টো কথা।


সাবেক অধিনায়ক নাসের হুসেইন এবার মুখ খুললেন ধোনির ব্যপারে। দুইবারের বিশ্বকাপজয়ী এই অধিনায়কের পক্ষেই বললেন নাসের। তার মতে, ধোনির মতো ক্রিকেটার এক বার চলে গেলে, তার বিকল্প খুঁজে পাওয়া অসম্ভব।



promotional_ad

সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে হুসেইন বলেন, ‘ধোনি ক্রিকেট থেকে সরে গেলে তাঁকে কিন্তু আর ফিরে পাওয়া যাবে না। ওর মতো ক্রিকেটার এক প্রজন্মে একবারই আসে। তাই তাঁকে তড়িঘরি অবসর নিতে বাধ্য করবেন না। তাঁর মানসিক অবস্থা ঠিক কী, সেটা ওই সব থেকে ভাল বলতে পারবে।’


তিনি আরও বলেন, ‘যারা ধোনিকে নিয়ে সমালোচনা করে, তাদের কাছে আমার প্রশ্ন হল, ধোনি কি এখনও ভারতীয় দলে সুযোগ পাওয়ার যোগ্য? খুব সহজ প্রশ্ন। আমি ধোনিকে যা দেখেছি, তাতে বলব- ভারতীয় ক্রিকেটকে তার এখনও অনেক কিছু দেয়ার আছে।’


‘ইংল্যান্ড বিশ্বকাপে বেশ কয়েকটি ভুল করেছিল ধোনি। যেমন একটা ম্যাচে এক দিক থেকে শুধু রক্ষণাত্মক ব্যাটিং করে গিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও বলব, ধোনির মতো প্রতিভা সহজে পাওয়া যায় না।’



দীর্ঘ সময় ক্রিকেট থেকে বিরতিতে থাকা ধোনির এ বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দিয়ে ২২ গজে ফেরার করথা ছিল। কিন্তু করোনাভাইরাসের জেরে অনেকটাই অনিশ্চিত হয়ে গিয়েছে আইপিএলের আসরটি। সেই সঙ্গে অনিশ্চিত হয়ে পড়েছে ধোনির ফেরাও।


যদিও অনেকেই মনে করছেন খুব শীঘ্রই অবসরের ঘোষণা দিয়ে দিবেন ভারতকে দুইবার বিশ্বকাপ এনে দেবার এই নায়ক। এখন অপেক্ষার পালা এটা দেখার ধোনি কি ফিরে আসবেন ২২ গজে? না অবসর নিয়ে এপিটাফ টানবেন ক্রিকেট ক্যারিয়ারের?



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball