promotional_ad

আকবরদের জীবন বীমা করালো বিসিবি

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


যুব বিশ্বকাপজয়ী আকবর আলীর দলকে জীবন বীমার ব্যবস্থা করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির তরফ থেকে এমনটা নিশ্চিত করেছেন বিসিবির গেম ডেভলপমেন্টের বিভাগের প্রধান খালেদ মাহমুদ সুজন।


বিশ্বকাপ জয়ের পর আকবরদের সঙ্গে দুই বছরের চুক্তি করে বিসিবি। চুক্তি অনুযায়ী এই দুই বছরের প্রতি মাসে এক লাখ টাকা করে পাবেন আকবররা। যেহেতু বিসিবির সঙ্গে আকবর চুক্তি হয়েছে, সেক্ষেত্রে জীবন বীমার সুবিধা পাওয়াটা একরকম অলিখিত ছিল আকবরদের জন্য।


promotional_ad

কালের কণ্ঠকে সুজন বলেন, 'এমনও তো হতে পারতো যে ওরা চ্যাম্পিয়নই হয়নি। সে ক্ষেত্রেও দলটির কারো ইন্সুরেন্সের আওতায় আসার সুযোগ থাকত। হয়তো এদের মধ্যে ৪-৫ জন প্রথম শ্রেণীর ক্রিকেটের চুক্তিতেও চলে আসতে পারত। তাহলে ইন্সুরেন্স ওদেরও হতো। তবে বয়সভিত্তিক দলের সবার ইন্সুরেন্স করানোর ঘটনা বাংলাদেশে এই প্রথম।


ইন্সুরেন্স দরকার ছিল ওদের জন্য। যেহেতু ওরা বোর্ডের সঙ্গে চুক্তিতে এসেছে। ওরা বিশ্বকাপ জিতে ফেরার পরই ঘোষণা হয় যে ওরা পরের দুই বছর এক লাখ করে টাকা প্রতি মাসে পাবে। যা ইতোমধ্যে ওরা পেতে শুরু করেছে। বিসিবিতে চুক্তিবদ্ধ ক্রিকেটারদেরই কেবল ইন্সুরেন্স হয়। ওরা চুক্তিতে এসে যাওয়ায় এতি তাই জরুরি ছিল।'


বিসিবির চুক্তিতে থাকা প্রথম শ্রেণীর ক্রিকেটাররা জীবন বীমায় যে সকল সুবিধা লাভ করেন, আকবর-তামিমরাও সেই ধরনের সুবিধা পাবেন। অর্থাৎ প্রথম শ্রেণীর ক্রিকেটারদের মতো আকবরদের জীবন বীমাও ২৫ লাখ টাকার।


যদিও দুই যুবা ক্রিকেটার বীমা কোম্পানির শর্তে বাধা পড়েছেন। প্রান্তিক নওরোজ নাবিল ও এস এম মেহরাবের বয়স এখনও ১৮ হয়নি, অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের জীবন বীমা ১০ লাখ টাকার।


তবে স্বাস্থ্য বীমায় হেরফের হয়নি নাবিল ও মেহরাবের। প্রথম শ্রেণীর ক্রিকেটারদের ও যুব দলের বাকিদের মতো হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়ার জন্য তারা পাবেন বাৎসরিক তিন লাখ টাকা। আর হাসপাতালে ভর্তি না হয়ে চিকিৎসা সেবা নেয়ার জন্য পাবেন বাৎসরিক পঞ্চাশ হাজার টাকা।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball