করোনা যুদ্ধে অপুর সঙ্গী তামিম

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
সারা বাংলাদেশেই ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এই ভাইরাসে এখন পর্যন্ত ৬২১ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩৪ জন। মোট আক্রান্তের ১৮ দশমিক ৬৮ শতাংশ নারায়ণগঞ্জের বাসিন্দা। এছাড়া মৃতদের ৩৮ শতাংশ এই এলাকার।
এর ফলে নারায়ণগঞ্জে বাসিন্দাদের জীবনযাত্রা এখন বিপর্যন্ত। এমন অবস্থায় নিন্মবৃত্তদের সহায়তায় এগিয়ে এসেছেন স্থানীয় ক্রিকেটার নাজমুল ইসলাম অপু। বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালেরও সহায়তা চেয়েছিলেন তিনি। অপুর ডাকে তামিম সাড়া দিয়েছেন।

এ প্রসঙ্গে তামিম বলেন, ‘নাজমুল বলেছিল ওখানকার অবস্থা খুব বেশি ভালো নয়। ও ওর সামর্থ্য অনুযায়ী যা করার করছিল। আরও মানুষের সাহায্য দরকার ছিল। তখন আমাকে বলেছিল। এরপর আমি আমার মতো যা করার করেছি। একইভাবে গতকাল আরেকটি সংস্থার সঙ্গে মিলে ৩০০ পরিবারের খাবারের ব্যবস্থা করেছি। সেখানেও যতটা পারা যায় অবদান রেখেছি।’
তামিমের সহায়তা প্রসঙ্গে অপু বলেন, ‘আমাদের এলাকার অবস্থা ভালো নয়। যতটা পারছি করছি। আমাদের তো তেমন সামর্থ্য নেই। এই কারণে তামিম ভাইকে জানাই। উনিও সঙ্গে সঙ্গেই বললেন, অবশ্যই করা উচিত, করবো না কেন? উনিও অনুদান দিয়েছেন। কিছু বিতরণ করেছি। সামনে আরও করব।’
করোনা মোকাবেলায় অনেক আগে থেকেই মাঠে নেমেছেন তামিম। জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে তামিম নিজেও বেতনের অর্ধেক অনুদান দিয়েছেন করোনার প্রাদুর্ভাব মোকাবেলায়। এ ছাড়া একটি সংস্থার সঙ্গে যৌথভাবে ৩০০ পরিবারের খাবারের ব্যবস্থা করেছেন তিনি।