promotional_ad

কোহলিকে ছাড়িয়ে যেতে পারে বাবরঃ রমিজ রাজা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০১৫ সালে অভিষেকের পর থেকেই নিজের জাত চিনিয়ে যাচ্ছেন পাকিস্তানের ব্যাটসম্যান বাবর আজম। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) তিন ফরম্যাটের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে থাকা একমাত্র ব্যাটসম্যান তিনি।


দারুণ ব্যাটিং ট্যাকনিক আর পারফরম্যান্সের কারণে তাঁকে ভারতের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে তুলনা করা হয়। সাবেক পাকিস্তানি অধিনায়ক রমিজ রাজা মনে করেন কোহলিকেও ছাড়িয়ে যাওয়ার সামর্থ্য আছে বাবরের।


promotional_ad

সম্প্রতি এক সাক্ষাৎকারে রমিজ বলেন, ‘বাবর আজমের আকাশ ছুঁতে হবে। তবে যতদিন পর্যন্ত সে অনুপ্রেরণাদায়ক এবং মনোরম পরিবেশ না পাবে, সে তার সামর্থ্য প্রমাণ করতে পারবে না। তার এমনকি বিরাট কোহলিকে ছাড়িয়ে যাওয়ার সামর্থ্যও আছে। এজন্য তাকে খোলা মনে, হারের চিন্তা বাদ দিয়ে এগোতে হবে। যত দ্রুত সে এটা পারবে এবং রান করা আর জয়ের কথা ভাববে, দীর্ঘ সময়ের জন্য সে গ্রেট খেলোয়াড় থাকবে।’


পাঁচ বছরের ক্যারিয়ারে বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাবর। ৭৪ ওয়ানডেতে ৫৪.১৮ গড়ে ৩ হাজার ৩৫৯ রান করেছেন তিনি। ১১টি সেঞ্চুরির সঙ্গে ওয়ানডেতে তাঁর ১৫টি হাফ সেঞ্চুরি হয়েছে তাঁর। টি-টোয়েন্টিতে ৩৮ ইনিংস খেলে ১ হাজার ৪৭১ রান এসেছে বাবরের ব্যাট থেকে।


এই ফরম্যাটে তাঁর ১৫টি হাফ সেঞ্চুরি। সাদা পোষাকে ২৬ ম্যাচে তাঁর রান ৫ সেঞ্চুরি আর ১৩ হাফসেঞ্চুরিতে ১ হাজার ৮৫০ রান করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। তাঁর, ৪৫.১২ গড়টাও বেশ সমীহজাগানিয়া। এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে কোহলিকে ছাড়িয়ে যাওয়া অসম্ভব হবে না বাবরের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball