পাঁচ হাজার লোকের খাবারের দায়িত্ব নিলেন শচীন
ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
করোনার আগ্রাসী তাণ্ডব থেকে মানুষদের উদ্ধারে এগিয়ে আসছে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটাররা। বেশি দুর্দশা স্বল্প আয়ের মানুষদের। তাদের পাশে যে যার অবস্থান থেকে বাড়িয়ে দিচ্ছেন সাহায্যের হাত।
ভারতের করোনার বিপর্যস্ত মানুষদের সাহায্যার্থে এগিয়ে এসেছেন অনেক সাবেক এবং বর্তমান ক্রিকেটাররা। কিংবদন্তি শচীন টেন্ডুলকার তাদেরই একজন। সরকারের তহবিলে আর্থিক সাহায্যের পাশাপাশি এবার তিনি নিয়েছেন ভিন্নধর্মী এক উদ্যোগ। দেশের পাঁচ হাজার লোককে এক মাস খাওয়ানোর দায়িত্ব নিয়েছেন সাবেক এই তারকা খেলোয়াড়।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শচীনের এই সহায়তার কথা জানিয়েছে আপনালয়। তাঁরা লিখেছে, ‘শচীন টেন্ডুলকারকে ধন্যবাদ। এই লকডাউনের সময় সবচেয়ে বেশি কষ্টে থাকা দরিদ্র মানুষের সহায়তার জন্য আপনালয়ের পাশে দাঁড়িয়েছেন তিনি। সংকটকালীন এই সময়ে তিনি প্রায় পাঁচ হাজার মানুষকে এক মাস ধরে খাওয়াবেন বলে ঘোষণা দিয়েছেন।’
টেন্ডুলকারও আপনালয়কে তাদের উদ্যোগের জন্য প্রশংসা করেন। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান ও সেঞ্চুরির মালিক ফিরতি টুইটে লেখেন, ‘দরিদ্র মানুষকে সেবা দেওয়ার কাজ অব্যাহত রাখায় আপনালয়কে আমার শুভেচ্ছা। ভালো কাজ চালিয়ে যাও তোমরা।’
এর আগে শচীন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ লাখ রুপি করে মোট ৫০ লাখ রুপি অনুদান হিসেবে দেন।