আহত হয়েও মাঠে ফিরতে চেয়েছিলেন জ্যোতি!

ছবি: ছবিঃ- আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
কয়েকমাস আগে শেষ হওয়া নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৭ রানে হারে বাংলাদেশ। ম্যাচটিতে ইনজুরিতে পরেও মাঠে ফিরতে চেয়েছিলেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান নিগার সুলতানা জ্যোতি!
সম্প্রতি জ্যোতি বলেন, 'মেডিক্যাল টিম আমাকে এমন এক জায়গায় নিয়ে যায় যেখান থেকে আমি খেলা দেখতে পারি। আমি ইনজুরিতে পড়ার পর দুই উইকেট দ্রুত হারিয়ে ফেলি আমরা।

আমি তখন দ্রুত মাঠে ফিরে যেতে চাই, কিন্তু ডাক্তাররা মানা করে। তারপর আমাদের ফিজিও ছুটে আসে। তিনি আমাকে নিয়ে ঝুঁকি নেন। কেননা আমি মাঠে নামতে উদগ্রীব ছিলাম। আমি যে খেলতে নামছি, এটা তাঁকে পুরো দায়িত্ব নিয়ে লিখিত দিতে হয়েছে।'
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে ভারত ও অস্ট্রেলিয়ার কাছে ম্যাচ হারে বাংলাদেশ। এই ম্যাচটি হেরে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ যাত্রা থামে মেয়েদের। ম্যাচ শুরুর আগে তাই, এই ম্যাচের গুরুত্ব ছিল অনেক বেশি।
৯২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ১৯ রানের মধ্যেই দুই উইকেট হারায়। এরপর দলীয় ৩১ রানে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন জ্যোতি। সঙ্গে সঙ্গে অবশ্য মাঠে নামতে পারেননি জ্যোতি। পরে তিনি যখন ব্যাটিংয়ে আসেন, তখন ম্যাচের মাত্র তিন ওভার বাকি।
লেজের সারির ব্যাটসম্যানদের নিয়ে ম্যাচটি আর জেতাতে পারেননি আসরটিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করা জ্যোতি (চার ম্যাচে ১১৪ রান)। ম্যাচের এক বল বাকি থাকতে ২৬ বলে ২১ রান করে শেষ উইকেট হিশেবে বিদায় নেন তিনি।
জ্যোতি আরও বলেন, 'কিউইদের একশ'র নিচে অলরাউট করেও লক্ষ্য তাড়া না করতে পারাটা দুর্ভাগ্যজনক। আমাকে কেউ সহযোগিতা করলে চেষ্টা করতাম।'