মুরশিদা'য় ভবিষ্যৎ দেখছেন আঞ্জু জাইন

ছবি: ছবিঃ- আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ নারী ক্রিকেট দলে আগামি দিনের তারকা হতে পারেন বাঁহাতি ব্যাটসম্যান মুরশিদা খাতুন, এমনটা ভবিষৎবাণী করেছেন প্রধান কোচ আঞ্জু জাইন।
সম্প্রতি আঞ্জু জাইন বলেন, 'মুরশিদা ভালোভাবেই শিখছে। অভিষেকের পর থেকে সে দারুণ উন্নতি করেছে। ব্যাটিং, ফিটনেস বা ফিল্ডিং- সবদিক বিবেচনায়। ভবিষ্যতে সে আরও উজ্জ্বল পারফরম্যান্স করার ক্ষমতা রাখে।'

স্বভাবসুলভ আগ্রাসী ব্যাটিং এবং বাংলাদেশ নারী দলে বাঁহাতি ব্যাটসম্যানের আধিক্য না থাকায় ২০১৯ সালের মাঝামাঝিতে নারী দলের ক্যাম্পে আঞ্জু জাইনের নজর কেড়ে নেন মুরশিদা।
জাইন আরও বলেন, 'দলে অনেক বেশি বাঁহাতি ব্যাটসম্যান নেই। গত বছরের মে-জুনে আমাদের যে ক্যাম্প হয়েছিল সেখানেই আমরা তাঁকে সংক্ষিপ্ত তালিকায় রেখেছি।'
এখন পর্যন্ত পাঁচটি ওয়ানডে এবং দশটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মুরশিদা। দুই সংস্করণের ক্রিকেটে হাফ সেঞ্চুরির দেখা এখনও না পেলেও মুরশিদার ব্যাটিং কৌশল মনে ধরেছে কোচের।
সর্বশেষ অস্ট্রেলিয়া বিশ্বকাপে মুরশিদার ব্যাটিং এবং ফিল্ডিং সামর্থ্যের প্রশংসা করেন ভারতীয় এই কোচ।