চলুন সম্মানের সঙ্গে সবাই অবসরে যাই, রমিজকে শোয়েব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কিছুদিন আগে পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা ধুয়ে দিয়েছিলেন দলের হেড কোচ এবং নির্বাচকের দায়িত্বে থাকা মিসবাহ উল হককে। সেই সঙ্গে মোহাম্মদ হাফিজ এবং শোয়েব মালিককে আহ্বান করেছিলেন মান থাকতে থাকতে অবসর নিয়ে নিতে।
রমিজ তাদের বলেছিলেন যে, তাদের সম্মানের সঙ্গে এবং শোভনীয়ভাবে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেওয়া উচিত। তিনি মনে করেন যে এই মুহূর্তে তাঁরা (মালিক-হাফিজ) অবসর নিলে পাকিস্তানের ক্রিকেটের উপকারই হবে কেননা এতে তরুণ খেলোয়াড়রা খেলার সুযোগ পাবে।

রমিজের সেই কথায় আঁতে ঘা লাগাটাই স্বাভাবিক। মোহাম্মদ হাফিজ কোনো প্রতিক্রিয়া না দেখালেও চুপ থাকেননি মালিক। রমিজের সেই আহ্বানে সাড়া দিয়ে প্রত্যুত্তর দিয়েছেন এই ব্যাটসম্যান।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি রসিকতা করেই প্রতিক্রিয়া জানিয়েছেন। শোয়েব লিখেন, ‘হ্যাঁ, রমিজ ভাই। আমি আপনার সঙ্গে একমত। যেহেতু আমরা তিনজনই ক্যারিয়ারের শেষ পর্যায়ে চলে এসেছি, চলুন সম্মানের সঙ্গে সবাই মিলে অবসরে যাই। এটাকে ২০২২ সালে ঠিক করা যাক?’ পাশে হাসির ইমোজি। টুইটে হাফিজকেও ট্যাগ করেছেন মালিক। তার পাশে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ‘কৌতুক!’
কিন্তু টুইটের জবাবটা মোটেও রসিকতা করে দেননি রমিজ। তিনি লিখেন, ‘আমি অবসর নেব? কী থেকে অবসর নেব? পাকিস্তানের ক্রিকেট নিয়ে আমার যেটা ভালো মনে হয় সেটা বলা থেকে অবসর? পাকিস্তান ক্রিকেটের জন্য নিজের ঘাড় এগিয়ে দেওয়া থেকে অবসর? পাকিস্তান ক্রিকেটকে আবার শীর্ষে ফেরানোর ইচ্ছা থেকে অবসর? এটা কখনোই হবে না। এটা থেকে কখনো অবসর নেব না, মালিক সাহেব!'
এখানেই থেমে যাননি এই ধারাভাষ্যকার। তিনি আরও বলেন, ‘তোমার অবসর পরবর্তী জীবনের পরিকল্পনার জন্য বলতে পারি। ২০২২ এ গিয়ে তোমার জন্য ধারাভাষ্য শুরু করাটা কঠিনই হবে, তাই না? কারণ তখন তোমার বয়স তো আমার কাছাকাছিই হয়ে যাবে! আর ক্যারিয়ার নিয়ে বলতে গেলে, অন্য আর যে-ই হোক, তোমার কাছ থেকে নিশ্চয়ই শিখতে হবে না আমার। কারণ সবচেয়ে ভালো যে শিক্ষক সেই ইতিহাস তোমাকে বলবে আমি পাকিস্তানের অধিনায়ক থাকা অবস্থায়ই অবসরে গেছি।’