promotional_ad

টাকার অভাব নেই ভারতেরঃ কপিল দেব

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনায় বিপর্যস্ত মানুষদের সহায়তায় এগিয়ে আসছেন ক্রিকেটাররা। এরই ধারাবাহিকতা বজায় রেখে কিছুদিন আগে পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার ক্লোজ ডোর ভারত-পাকিস্তান সিরিজের প্রস্তাব দিয়েছিলেন। সেখান থেকে প্রাপ্ত অর্থ ব্যয় হবে দুই দেশের করোনা বিপর্যস্তদের জন্য।


শোয়েবের ভাষ্যমতে, যেহেতু এই সময় মানুষ ঘরেই রয়েছে তাতে করে টেলিভিশনে দর্শক বেশি হবে। ফলে টেলিভিশনের পর্দায় খেলাটি সম্প্রচার করলে আয় বেশি হবে আর সেই অর্থ দুই দেশে সরকার ভাগ করে নিয়ে করোনা দুর্গতদের সাহায্যে ব্যবহার করতে পারবে।



promotional_ad

কিন্তু শোয়েবের এই প্রস্তাব একেবারেই উড়িয়ে দিয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক কপিল দেব। এখানেই ক্ষান্ত হননি তিনি। প্রস্তাবটি অবাস্তব হিসেবে আখ্যায়িত করে কড়া সমালোচনা করেছেন সাবেক এই পাক পেসারের।


কপিল দেব বলেন, ‘শোয়েব ওর নিজের মতামত দিয়েছে। আমাদের সিরিজ দিয়ে টাকা তোলার কোনা দরকার নেই। আমাদের অনেক অর্থ আছে। বিসিসিআই ত্রাণ তহবিলে ৫১ কোটি টাকা দিয়েছে। প্রয়োজন হলে আরও দেবে। ম্যাচ খেলে ভারতের টাকা তোলার কোনো দরকার আছে বলে মনে করি না।’


তিনি আরও বলেন, ‘পরিস্থিতি যে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এমনটি এখনই আশা করা যাচ্ছে না। ফলে এর ভেতর ক্রিকেটারদের মাঠে নামিয়ে তাঁদের ঝুঁকির মুখে ঠেলে দেওয়ার কোনও মানেই হয় না। আর তিনটে ম্যাচ করে কত টাকা পাওয়া যাবে? আমার মতে, আগামী পাঁচ-ছয় মাস ক্রিকেটের কথা ভাবাই উচিত নয়। এখন যেটা করা সবচেয়ে বেশি প্রয়োজন, কর্তৃপক্ষ একসঙ্গে বসে সেটাই করছে।’



শোয়েবের প্রস্তাবে দুই বোর্ডের কারো সায় রয়েছে কি না সেটি এখনও নিশ্চিত করা যায়নি। কেননা দুই দেশের ক্রিকেটের সর্বোচ্চ দুই নিয়ন্ত্রক সংস্থা এই প্রস্তাবের ব্যপারে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball