অনলাইনে কেমন চলছে বিসিবির কার্যক্রম

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
জীবন কখনো থেমে থাকে না। যত বাধা বিপত্তিই আসুক না কেন, জীবন চলতে থাকে তারই গতীতে। কারো জন্য থেমেও থাকে না কোনো কিছুই। আগ্রাসী কভিড-১৯ থমকে দিয়েছে দেশের ক্রীড়াঙ্গন। খেলাধুলা বন্ধ থাকলেও বসে বেকার বসে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা।
সীমিত পরিসরে হলেও ঠিকই চালিয়ে যাচ্ছেন প্রতিদিনের কাজকর্ম। অনলাইনে বসে পরিচালনা করছেন বোর্ডের সকল কার্যক্রম। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক সমকালকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। নিজামউদ্দিন চৌধুরী বলেন, 'রাষ্ট্রীয়ভাবে ছুটি চললেও অনলাইনে আমাদের কাজ করতে হচ্ছে। ২২ মার্চ থেকেই আমরা রিমোট অফিস করছি। আমরা প্রত্যেকে পক্ষের সঙ্গে যোগাযোগ রেখেছি। যখন যেটা দরকার হচ্ছে 'সাপোর্টিং ম্যানেজাররা' সেটা সাপোর্ট করছে। যার যেটা কাজ সেটা চলছে।'
তিনি আরও বলেন, 'খেলা বা ক্রিকেটীয় কার্যক্রমের বাইরে আমাদের অনেক কাজ থাকে। জাতীয় দলের সফর আছে, টুর্নামেন্ট আছে, বিশেষ করে আন্তর্জাতিক ইস্যুতে সংশ্নিষ্ট বিভাগকে কাজ করতে হচ্ছে। সেগুলো বন্ধ হয়ে নেই। সেই কাজগুলো হচ্ছে।'
'প্রতিটি ক্রিকেট খেলুড়ে দেশের বোর্ডের সঙ্গে যোগাযোগ হচ্ছে। আইসিসি ইভেন্ট আছে সামনে। আইসিসির বিভিন্ন চাওয়া থাকে বিভিন্ন সময়। সেগুলো দিতে হয়। আইসিসির টেলিকনফারেন্স থাকে সেগুলোতে যোগ দিচ্ছি। সোমবার (৬ এপ্রিল) যেমন 'অ্যান্টি ডোপিংয়ের' একটা টেলিকনফারেন্স হলো। আবার ৮ এপ্রিল একটি কনফারেন্স আছে। এগুলো তো হচ্ছে নিয়মিত।'
মাঠের বাহিরের কাজ অনলাইনে হলেও মাঠের কাজ এই প্রক্রিয়ার সম্ভব নয়। কিন্তু থেমে নেই সেটিও। সীমিত পরিসরে হলেও চলছে সেগুলোও। দেশের সকল ক্রিকেট ভেন্যুতে ভাগ হয়ে কাজ অব্যাহত রেখেছেন মাঠকর্মীরা। আর নিরাপত্তা কর্মীরাতো আছেনই।